নিউজ ডেস্ক , কলকাতা : রবিবার বেঙ্গল থিওসফিক্যাল সোসাইটির সভাকক্ষে প্রকাশিত হল দুটি মূল্যবান গ্রন্থ। উদ্বোধন করেন সাহিত্যিক শ্রীতপন বন্দ্যোপাধ্যায়ের। গবেষক ও কবি মনোরঞ্জন সরদারের লেখা ‘একটি নিঃসঙ্গ বৃক্ষের আখ্যান ‘ (আখ্যান কথা) এবং ‘নিস্তরঙ্গ সুখ ও টপটপ জলের আওয়াজ ‘ ( অনুগল্প গ্রন্থ) বই দুটি প্রকাশিত হয়েছে যথাক্রমে বাঙলার মুখ প্রকাশন এবং পালক পাবলিশার্স থেকে ।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. রমেন কুমার সর, ড. অরূপ কুমার দাস,শ্রীশুভঙ্কর দে, ড. দীপঙ্কর মল্লিক, কবি আনসার উল হক, ড. চিত্রা সরকার, শ্রীসাগর চট্টোপাধ্যায়ের, শ্রী পুরঞ্জয় মুখোপাধ্যায়ের, কবি সুশীল মন্ডল, কবি জ্যোতির্ময় সরদার প্রমুখ গুণী মানুষ। চমৎকার কিছু আলোচনা, গান ও কবিতা পাঠের মধ্যে দিয়ে আলোচনা সমাপ্ত হয়।
0 Comments