নিউজ ডেস্ক, কলকাতা,সেপ্টেম্বর:- রিলিফ এন রেস্কিউ এর ২য় বর্ষ পূরণ হয়েগেলো দক্ষিণ কলকাতার তপন থিয়েটার এ গত ১৬ই সেপ্টেম্বর। সভাপতি তমাল রায়চৌধুরী সংগঠনের উদ্দেশ্য ব্যাখ্যা করেন এবং সাধারণ সম্পাদক তার ভাষণে বিগত বছরে সংগঠন কি কি করেছে সেটা তুলে ধরেন, সংগঠনের পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হোলো পরিচালক বীরেশ চ্যাটার্জী মহাশয় কে, আর যাত্রার প্রযোজক গৌতম নন্দী কে।
উদ্বোধনী সঙ্গীত গেয়েছেন অভিনেত্রী পূবালী বসু, শ্রুতি নাটক পরিবেশন করেন অরুনাভ চৌধুরী ও সম্প্রদায়, গান পরিবেশন করেন মৌমিতা ও। ছোট্ট একটি নাটক পরিবেশন করেন ইরানী মুখার্জী ও সম্প্রদায়। শিল্পী চক্রবর্তী স্বরচিত কবিতা পাঠ করলেন ও রাহুল দত্ত ম্যাজিক দেখালেন। উপস্থিত ছিলেন যাত্রার প্রখ্যাত জুটি অনল কাকলি, পূবালী, তাপসী, অরুন ও অনেকে। উপস্থিত ছিলেন বেশ কিছু পরিচিত সিনেমা সিরিয়াল এর অভিনেতা অভিনেত্রী, মনোজিৎ, অনসূয়া সামন্ত, মৌসুমী দাস, পারিজাত চক্রবর্তী ও অনেকে। প্রচার সচিব ছিলেন মৃত্যুঞ্জয় রায়। ২ তারিখের অনুষ্ঠান টি এককথায় বেশ প্রাণবন্ত হয়ে উঠেছিল।
0 Comments