নিউজ এ বাংলা ওয়েব ডেস্ক:- মুথিয়া মুরালিধরন তাঁর আসন্ন জীবনীমূলক চলচ্চিত্র ৮০০ এর প্রচারের জন্য ২৮ সেপ্টেম্বর, ২০২৩ -এ কলকাতায় আসছেন। কলকাতার প্রিন্স, সৌরভ গাঙ্গুলী তাঁর সঙ্গে যোগ দেবেন এমনই খবর। কিংবদন্তি শ্রীলঙ্কার ক্রিকেটার মুথিয়া মুরালিধরন অভিনেতা মধুর মিত্তালের সঙ্গে তাঁর সিনেমার প্রচারের জন্য সল্টলেক শিক্ষা নিকেতন স্কুলেও যাবেন।
অস্কার বিজয়ী চলচ্চিত্র স্লামডগ মিলিয়নেয়ার খ্যাত অভিনেতা মধুর মিত্তালকে তাঁর বায়োপিকে কিংবদন্তি শ্রীলঙ্কার স্পিনারের ভূমিকায় দেখা যাবে। তামিল, হিন্দি ও তেলেগু ভাষায় ছবিটি মুক্তি পাবে আগামী ৬ অক্টোবর।
চলচ্চিত্রটি একটি আন্ডারডগ গল্পের একটি অল্প বয়স্ক ছেলে থেকে সর্বশ্রেষ্ঠ স্পিনার পর্যন্ত তাঁর জীবন বর্ণনা করে যেখানে সেই স্পিনার টেস্ট ক্রিকেটে ৮০০ উইকেটের রেকর্ড হোল্ডারে পরিণত হন।
ছবিটি তাঁর গৌরবময় কর্মজীবনকে স্পর্শ করে তাঁর ব্যক্তিগত জীবনকেও তুলে ধরেছে।
0 Comments