Header Ads Widget

Responsive Advertisement

NEWS A BANGLA ! ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অফিসার্স এর অ্যাসোসিয়েশনের ক্লাস্টার মিটিং




কলকাতা: সদ্যই ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর গড়িয়া শাখায় ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অফিসার্স অ্যাসোসিয়েশনের এক ক্লাস্টার মিটিং এর আয়োজন করা হয়। সেখানে দক্ষিণ ২৪ পরগনার প্রায় ২৫০ অফিসার জমায়েত করেন। উক্ত সভায় উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া নেশনালাইসড ব্যাংক অফিসার্স ফেডারেশন এর সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক তথা ব্যাংক অফ ইন্ডিয়া অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শ্রী সঞ্জয় দাস। সভার আলোচনায় উঠে আসে ব্যাংক এ কর্মী সংকোচন এর বিষয় টি। সঞ্জয় দাস বলেন আমরা ব্যাংক অফিসার কর্মী নিয়োগের জন্য ক্রমাগত আওয়াজ তুলছি এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে যাচ্ছি। প্রতিবছর সেবা নীবৃত হওয়া কর্মীর তুলনায় নিয়োগ পাওয়া কর্মীর হার খুব কম ।তিনি বলেন যেখানে প্রতিনিয়ত সরকারি ব্যাংক কে প্রাইভেট ব্যাংক এর সাথে প্রতিযোগীতায় থাকতে হচ্ছে কর্মীর অভাবে এই বিপুল গ্রাহক দের পরিষেবা প্রদান করতে এবং সরকারি বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত করতে বাধার সৃষ্টি হচ্ছে। তিনি প্রশ্ন তোলেন সরকার মাঝে মাঝেই ব্যাংক বেসরকারি করনের বেড়াল ঝুলি থেকে বের করছেন তাতে প্রমাণ হয় সরকার সাধারণ খেটে খাওয়া মানুষের স্বার্থ রক্ষার ব্রত থেকে সরে নিজী লাভের রাস্তায় হাঁটতে চাইছেন ব্যাংক বেসরকারি করনের বার্তা দিয়ে।
সরকারকে কর্মী নিয়োগের মাধ্যমে সরকারি ব্যাংক গুলিকে প্রতিযোগিতামূলক এবং ৫ দিন সপ্তাহ চালু করে কর্মীদের পুনর্জীবিকরনের দাবী তোলেন। উনি বলেন সরকারি সংস্থা কিছুটা হলেও যখনই খারাপ হয়েছে সেটা ডুবে যাওয়া বেসরকারি সংস্থাকে বাঁচাতে গিয়ে। ব্যাংক জাতীয় করণের পর থেকে আজ পর্যন্ত কোনো সরকারি ব্যাংক বন্ধ হয়নি কিন্তু অসংখ্য বেসরকারি ব্যাংক লালবাতি জ্বালিয়ে লাটে উঠে গেছে।

Post a Comment

0 Comments