Header Ads Widget

Responsive Advertisement

News A Bangla ! ৯৯ বছরে মানিকতলা বারোয়ারি


নিজস্ব প্রতিবেদক, কলকাতা:-
ঐতিহ্য ও সাবেকিয়ানায় ৯৯বছরে পদার্পন করেছে মানিকতলা বারোয়ারি। ১৯২৪ সালে মানিকতলা বারোযারীর প্রথম দূর্গাপূজার সূচনা হয়।এই ভাবে ধীরে ধীরে এক একটি বৎসর অতি ক্রম করে ১৯৪৯ সালে মানিকতলা বারোয়ারীর রজত জয়ন্তী পালন করা হয় ।


এই রজত জয়ন্তী বর্ষে শান্তিনার তলা মন্দির হইতে মানিকতলা থানার আগে সুরকি মিলের ভিতর পর্যন্ত প্রদর্শনীর আয়াজন করা হয়,এই প্রদর্শনী তে রামায়ণ এবং মহাভারত এর ঘটনাগুলি প্রদর্শীত রূপে ফুটিয়ে তোলা হয় ।পরবর্তীকালে পৌরপিতা ঈশ্বর ইন্দ ভূষণ বন্দ্যোপাধ্যায় মানিকতলা বারোয়ারী পুজোর উন্নতি কল্পে কিছু আর্থিক সাহায্য করেন।


পরবর্তীকালে ঈশ্বর বিধায়ক অজিত পাঁজা মহাশয় এবং ঈশ্বর বিধায়ক সাধন পান্ডে মহাশয় মানিকতলা বারোয়ারী পুজোর উন্নতির জন্য যথেষ্ট সাহায্য করেন। পরবর্তীকালে বিভিন্ন সম্পাদকগণ বারোয়ারী পুজোর দায়িত্ব ভার গ্রহণ করেন।



বর্তমানে শ্রী রাজ কুমার চক্রবর্তী বারোয়ারী পুজোর দায়িত্ব পালন করে চলেছেন। বারোয়ারী পুজোর শুরু হতে পল্লীর ছোট মেয়েদের কুমারী পুজোর প্রথা আজও বর্তমান।

Post a Comment

0 Comments