Header Ads Widget

Responsive Advertisement

News A Bangla ! শিশুর হাসি দেখাচ্ছে বিড়লা আইভিএফ


প্তর্ষি সিংহ, কলকাতা:- 

বিড়লা ফারটিলিটি ও আইভিএফ কলকাতা সেন্টার অল ইন্ডিয়ায় দ্বিতীয় শাখা যেখানে দম্পতিদের মুখে হাসি ফোটাচ্ছে। গুরগাঁওতে হাসপাতালের প্রথম শাখা রয়েছে। এদিন হাসপাতালের সাফল্য তুলে ধরেন সেন্টারের চিকিৎসক সৌরেন ভট্টাচার্য ও স্বাতী মিশ্রা। এদিন সন্তানদের নিয়ে উপস্থিত হয়েছিলেন দম্পতিরা। চিকিৎসক সৌরেন বাবু সেন্টারের সাফল্য তুলে ধরে উল্লেখ করেন ২১ হাজার কনসালটেন্ট রয়েছেন যারা পরিষেবা প্রদান করছেন। সমগ্র ভারতবর্ষে রোগীদের ট্রিটমেন্ট লেভেল সমান রাখার জন্য cost rate এক নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। কলকাতায় কোনও রোগীর থেকে যে টাকা নেওয়া হয় লক্ষণউ কিংবা দিল্লিতে সেই টাকায় পরিষেবা দেওয়া হয়।

পাশাপাশি তিনি জানান, ওভারিয়ান ইস্যু বিষয়ে ক্যান্সার ট্রিটমেন্ট চালু করা হয়েছে নতুনভাবে। এছাড়াও প্রত্যেক মাসে ৪০-৪৫% পিএস রেট প্রতি মাসে। চিকিৎসা খরচ প্রসঙ্গে স্বাতী মিশ্রা জানান, বিভিন্ন ক্ষেত্রে পৃথক প্যাকেজ রয়েছে। তবে প্রাথমিকভাবে চিকিৎসার খরচ ১লক্ষ থেকে শুরু।

Post a Comment

0 Comments