সপ্তর্ষি সিংহ, কলকাতা :-
ভারতের বৃহত্তম নন-ব্যাঙ্কিং ফাইন্যান্স সংস্থা আইআইএফএল পশ্চিমবঙ্গে ৭৫টি নতুন শাখা খোলার কথা ঘোষণা করল। একইসঙ্গে আগামী ছয় মাসে ৪০০ জনেরও বেশি কর্মী নিয়োগের লক্ষ্য নিয়েছে বলে সোমবার সংস্থার পক্ষ থেকে জানান হল।
সংস্থার পূর্বাঞ্চলের জোনাল বিজনেস হেড, নিলয় ঘোষ বলেন, “আমরা নতুন শাখা এবং নতুন কর্মীদের নিয়োগ করার মাধ্যমে সারা পশ্চিমবঙ্গ জুড়ে আরও বিস্তার লাভ করতে উদ্যোগী। আমরা অনগ্রসর এবং আন্ডারব্যাংকিং গ্রাহকদের গোল্ড লোন, বিজনেস লোন এবং অন্যান্য লেন্ডিং প্রোডাক্ট অফার করি।”
উল্লেখ্য, আইআইএফএল ফাইন্যান্স এখন পশ্চিমবঙ্গের সমস্ত গ্রাহকদের উদ্যোক্তা এবং ঋণগ্রহীতা তাদের স্বপ্নপূরণে সাহায্য করার জন্য প্রতি মাসে মাত্র ৯৯ পয়সায় গোল্ড লোন অফার করছে।
0 Comments