Header Ads Widget

Responsive Advertisement

NEWS A BANGLA ! দীপ প্রজ্জ্বলিত করছেন রাহুল সাউ


নিউজ ডেস্ক, কলকাতা জানুয়ারি,২০২৪ :- 

দীর্ঘ অপেক্ষার অবসান।  উত্তরপ্রদেশের অযোধ্যায় উদ্বোধন হয়ে গেলো রাম মন্দিরের।  দেশের প্রধানমন্ত্রীর হাত দিয়ে পুজো অর্পণ করে প্রাণপ্রতিষ্ঠা করা হয় রাম লালার বিগ্রহের।  আজকের এই দিনটি স্মরণে রাখতে বিশিষ্ট সমাজসেবী রাহুল সাউ এর  নেতৃত্বে এবং  বিশিষ্ঠ সমাজসেবী অমরজিৎ কুমার ( ওয়ার্ড ৭৯ ) এর উদ্যোগে   কলকাতার খিদিরপুর সংলগ্ন ভূকৈলাশ শিব মন্দিরে মহাধুমধাম করে  " ভূকৈলাশ শিব মন্দির দীপ উৎসব " -   এক বিশাল কর্মযজ্ঞের আয়োজন করলেন।  কলকাতা তথা দেশের প্রাচীন শিব মন্দিরের মধ্যে অন্যতম ভূকৈলাশ শিব মন্দির।

এদিনের দীপ উৎসবের শুভ সূচনা করেন রাজ্যের বিরোধী দলনেতা বিধায়ক শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় -  এছাড়াও এদিনের এই পবিত্র উৎসবে সামিল হয়েছিলেন Hari Mishra (BJP Yuva, Spokesperson), Bittu Jaiswal (BJP Leader)

এদিন  পুজো অর্চনা থেকে মঙ্গল আরতি , দারিদ্র মানুষকে  শীত বস্ত্র বিতরণ ,  সঙ্গে আলোর রোশনাইয় - সব কিছু নিয়ে সেজে উঠেছিল এই মন্দির চত্বর।   সকাল সকাল মন্দির এবং মন্দির সংলগ্ন অঞ্চল পরিষ্কার করেন ঐ অঞ্চলের বাসিন্দারাই।  এরপর প্রয়োজনীয় রীতিরেওয়াজ মেনে শুরু হয় শিব বন্দনা সঙ্গে রাম পুজো।  যখন গোটা দেশের নজর আজ অয্যোধ্যার রাম মন্দিরের দিকে , ঠিক সেইসময়  অভিনব  " ভূকৈলাশ শিব মন্দির দীপ উৎসব " আয়োজন করে এলাকার মানুষকে সঙ্গে শহর কলকাতার মানুষকে এক সূত্রে বাঁধা হয়।  পুজো - ভোগ বিতরণ - আরতি - শীত বস্ত্র প্রদান - সবকিছুর মধ্যে দিয়ে জাঁকজমক করে পালন করা হল  ভূকৈলাশ শিব মন্দিরে  " ভূকৈলাশ শিব মন্দির দীপ উৎসব "

Post a Comment

0 Comments