নিউজ ডেস্ক, কলকাতা :-
বর্তমান সময়ে নারীরা দশভূজা। করোনা পরবর্তী সময়ে পরিবারের আর্থিক অবস্থা সামাল দিতে পুরুষদের পাশে দাঁড়িয়েছেন মহিলারা। সোশ্যাল মিডিয়ার পেজে 'মিশন ইম্পসিবল' মাধ্যমে তৈরি হওয়া মহিলা সদস্যরা নিজেদের সামগ্রী নিয়ে ৬ ও ৭ জানুয়ারি দুদিন ব্যাপী দক্ষিণ কলকাতার বালিগঞ্জে শুরু হল নবম প্রদর্শনী।
'মিশন ইম্পসিবল'-এর 'পৌষ পার্বন ২.০' নামাঙ্কিত এই প্রদর্শনীতে প্রায় শতাধিক স্টলে প্রথম দিন ভিড় জমালেন ক্রেতারা।
এই বিষয়ে রিয়া পাল জানিয়েছেন, "আজ এবং আগামী কাল দুদিন ধরে বালিগঞ্জ ফাঁড়ি এলাকার 'চৌধুরী হাউস'-এ চলবে প্রদর্শনী তথা বিক্রয়। প্রতিদিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত এই প্রদর্শনী জনগণের জন্য উন্মুক্ত থাকবে।
আগত দর্শক ও ক্রেতাগণ খাদ্য, পোশাক এবং জ্যোতিষ সম্পর্কিত ১০৬ টা স্টল থেকে প্রয়োজনীয় সামগ্রী দেখতে ও কিনতে পারবেন।
আগত দর্শক ও ক্রেতাদের জন্য এখানে রয়েছে হরেক রকমের আকর্ষণীয় উপহার সামগ্রী।"
0 Comments