Header Ads Widget

Responsive Advertisement

NEWS A BANGLA ! প্রদীপ চোপড়ার আখড়ি সাফরি-এ সেনাদের ট্রিবিউট


সপ্তর্ষি সিংহ, কলকাতা, (জানুয়ারি,২৪) :- 

৭০ বছরে তিনি প্রেমে সাবলীল। পর্দায় তাঁর রোম্যান্স ফুটে উঠল নতুন মিউজিক ভিডিওতে। একদিকে যেমন প্রেমের মিউজিক ভিডিও সুর দিলেন অন্যদিকে প্রজাতন্ত্র দিবসে, আর্মি সৈনিকেদের আবেগকে সন্মান জানিয়ে প্রদীপ চোপড়া আখড়ি সফর-এ গলা মেলালেন। 



তাঁর গাওয়া গান চোখে জল চলে আসবে বলে জানালেন আই লিড টিমের মিউজিক ভিডিও তৈরী করেছেন সদস্যরা। এই মিউজিক ভিডিওয় দেখানো হয়েছে বীর সেনাদের গল্প। এক বীর সেনা নিজের বিবাহের দিন জঙ্গিদের হাতে দেশ রক্ষার জন্য প্রাণ বিসর্জন দেন। 




বিয়ের আসরে বসার আগে জঙ্গিদের এনকাউন্টারে মৃত্যু হয় ওই সৈনিকের। সেই বীর সেনাদের উদ্দেশ্যে প্রজাতন্ত্র দিবসে এই গান শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হল। এই প্রসঙ্গে প্রদীপ বাবু জানান, তিনি শুধু গান গেয়েছেন। সম্পূর্ণ কাজটি দক্ষতার সঙ্গে করেছে টিম আই লিড।

Post a Comment

0 Comments