Header Ads Widget

Responsive Advertisement

News A Bangla // এবার লাক্ষাদ্বীপেও খুলছে বন্ধন ব্যাংকের শাখা


শুভঙ্কর বড়ুয়া ও সপ্তর্ষি সিংহ  :- 

চলতি ২০২৩-২৪ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিক ফল শুক্রবার প্রকাশ করেছে বন্ধন ব্যাঙ্ক। ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত তাদের মোট ব্যবসার অঙ্ক দাঁড়িয়েছে ২.৩৩ লক্ষ কোটি টাকা। ব্যবসা বৃদ্ধির হার দাঁড়িয়েছে ১৭ শতাংশ প্রতি বছর। বন্ধন ব্যাঙ্কের দাবি, আমানত জমা রাখার হার ১৫ শতাংশ বেড়ে হয়েছে ১.১৭ লক্ষ কোটি টাকা। 

চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে দেশে নতুন ২৬টি শাখা খুলেছে বন্ধন ব্যাঙ্ক। বর্তমানে দেশে বন্ধন ব্যাংকের শাখার সংখ্যা ৬২৫০টি। উপভোক্তার সংখ্যা প্রায় ৩.২৬ কোটি। ব্যাঙ্কটিতে কর্মীর সংখ্যা প্রায় ৭৫ হাজার। অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে ব্যাঙ্কটিতে টাকা জমা দেওয়ার পরিমাণ গত বছর এই একই সময়ের তুলনায় প্রায় ১৫ শতাংশ বেড়েছে।

বন্ধন ব্যাঙ্কের এমডি তথা সিইও চন্দ্রশেখর ঘোষ জানিয়েছেন, তাঁরা ইতিমধ্যেই কোর ব্যাঙ্কিং পরিষেবা শুরু করেছেন। ফলে ব্যবসা বাড়ছে।

Post a Comment

0 Comments