Header Ads Widget

Responsive Advertisement

News A Bangla // ক্যান্সার লড়াইয়ে যোদ্ধাদের বার্তা 'আনমাস্ক ক্যান্সার'


সপ্তর্ষি সিংহ,কলকাতা,(ফেব্রুয়ারি,২০২৪)
 :- 

বিশ্ব ক্যান্সার দিবসে মারণব্যধি ক্যান্সার জয়ীদের লড়াইয়ের গল্প নিয়ে বাইপাসের বেসরকারি হাসপাতাল অ্যাপোলো 'আনমাস্ক ক্যান্সার' শীর্ষক এক আলোচনা আয়োজিত হল। ক্যান্সার লড়াইয়ে যোদ্ধারা শারীরিক লড়াইয়ের পাশাপাশি সমাজে নিজের মানসিক যুদ্ধের কাহিনী শোনালেন তাঁরা। এদিন আলোচনায় ছিলেন, অঙ্কলজির ডিরেক্টর চিকিৎসক পি. এন. মহাপাত্র, চিকিৎসক অরুন্ধতী দে, ক্যান্সার ইউনিটের প্রধান সুরেন্দ্র ভাটিয়া, চিকিৎসক অমিত চৌরাশিয়া, চিকিৎসক সৈকত গুপ্ত, চিকিৎসক বিভাস বিশ্বাস, চিকিৎসক ইন্দ্রনীল ঘোষ, চিকিৎসক তনভীর সাহির সহ অন্যানরা। 

নিজের মারণ ব্যাধি সম্পর্কে প্রাক্তন শিক্ষিকা গায়েত্রী চ্যাটার্জি বলেন, ২০২১ সালে প্রথম ক্যান্সার ধরা পড়ে। টিউমার যখন বেড়ে যায় তখন গায়নো চিকিৎসকের সঙ্গে পরামর্শ করি  এবং তারপর চিকিৎসা শুরু হয়। ধীরে ধীরে অ্যাপোলোর চিকিৎসদের চিকিৎসায় সুস্থ হয়ে উঠি। তবে সেই সময় সমাজের ভ্রুকুটি উপেক্ষা করা কঠিন ব্যাপার ছিল।

চিকিৎসক ভাটিয়া বলেন, সময়ের সাথে সাথে ক্রমশ মহিলাদের স্তন ক্যান্সারের বাড়ছে। প্রতি বছর ১৮-২০ লক্ষ নতুন ক্যান্সার রোগী বৃদ্ধি পাচ্ছে যা উদ্বেজজনক। তবে মারনরোগের বিরুদ্ধে লড়াইয়ে রোগীর পাশে দাঁড়াতে মানসিক ভরসা প্রয়োজন। একই সঙ্গে সার্ভাইক্যাল ক্যান্সার প্রতিরোধে কেন্দ্র সরকার ভ্যাকসিন চালু করার কথা ঘোষণা করছে সেই প্রসঙ্গে তিনি বলেন, এটি ভালো উদ্যোগ। এই রোগ প্রতিরোধে ১০০% কার্যকর হবে, কিন্তু ভ্যাকসিন ট্রায়ালে সময় লাগবে। শুধু স্তন ক্যান্সার নয় পাশাপাশি সার্ভাইক্যাল ও ফুসফুসের ক্যান্সারে সংক্রম ক্রমশ বাড়ছে।

Post a Comment

0 Comments