Header Ads Widget

Responsive Advertisement

News A Bangla ! রিয়েলমি নয়া 12 Pro 5G কলকাতা বাজারে


সপ্তর্ষি সিংহ, কলকাতা, (ফেব্রুয়ারি,২০২৪) :- 

স্মার্টফোন ফোন প্রস্তুতকারক সংস্থা রিয়েলমি মঙ্গলবার 12 প্রো সিরিজ 5G বিশ্ব বাজারে নিয়ে এল। তরুণদের কাছে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফিকে নতুনভাবে তুলে ধরার জন্য পেরিস্কোপ টেলিফোটো টেকনোলজির মতো ফিচার যুক্ত করা হয়েছে।

কলকাতায় নয়া স্মার্টফোন লঞ্চের বিষয়ে সংস্থার পক্ষ থেকে জানানো হয়, বিশ্ব বাজারে প্রায় ১০০ মিলিয়ন বিক্রি হয়েছে। প্রথম ফ্ল্যাগশিপ ক্যামেরা 50k মডেল সংযুক্ত রয়েছে এই হ্যান্ডেসেটে। পাশাপাশি, আল্ট্রা লং রেঞ্জ ক্যামেরা রয়েছে স্মার্টফোনে। নয়া এই হ্যান্ডেসেটটির দাম নির্ধারণ করা হয়েছে ২৫৬ GB 26,999 ও 128 GB 25,999.

রিয়েলমি সংস্থা বিশ্বের বাজারে মধ্যে ক্রম তালিকায় ৫ নম্বরে রয়েছে বলে জানানো হয়েছে। দূরবর্তী ছবি তোলার জন্য 6x ভিউ পদ্ধতি রয়েছে  হ্যান্ডেসেটটিতে।

Post a Comment

0 Comments