বছরের অন্যান্য পবিত্র দিনের মতো জন্মদিন একটা পবিত্র দিন। "আলো"সমাজের কিছু আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের পাশে সবসময় এগিয়ে আসে।আলোর এই কর্মকাণ্ডেও এগিয়ে আসে অনেক মানুষ বিভিন্ন প্রান্ত থেকে।ঠিক সেই সন্ধিক্ষণে দক্ষিণ ২৪পরগনার বাসন্তীর মাটগরান অন্তর্গত শ্রী গুণধর জানা ও অপর্ণা জানার সুযোগ্য পুত্র শ্রী অলকেশ জানা ও তাঁর সহধর্মিণী মালবিকা জানা মাইতি এগিয়ে এসেছেন গরীব মানুষের পাশে।
শ্রী অলকেশ জানা তাঁর জন্মদিনে এই গরীব মানুষদের ও পথ শিশুদের পাশে এসে দাঁড়ালেন খাদ্য, বস্ত্র সামগ্রী নিয়ে।প্রসঙ্গত উল্লেখযোগ্য বছরে ওনাদের উপার্জনের একটা অংশ প্রতিমাসেই এই গরীব মানুষ ও পথশিশুদের জন্যে খরচ করে থাকেন কখনো রোগীদের ফল,শীতকালে কম্বল,শিশুদের বই পত্র,খাদ্য সামগ্রী নিয়ে। তাঁদের এই সেবামূলক কাজ প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারতের কাজের একটা অংশ মাত্র।তাই আলোর পক্ষ থেকে সম্পাদক শ্রী প্রবুদ্ধ রায় তাদের আন্তরিক ভাবে ধন্যবাদ জানিয়েছেন।
0 Comments