Header Ads Widget

Responsive Advertisement

News A Bangla // নাটকের সাথে বাংলা বর্ষবরণ


নিউজ ডেস্ক :- 
দৈন্যন্দিন নিত্যজিবনের টানা পড়েন নিয়ে বাঙালির মধ্যবিত্ত জীবন চললেও কিছু বিশেষ দিন বাঙালীর উৎজ্জাপন ছাড়া চলে না। তেমনই একটি দিন হলো বাঙালী নববর্ষ। অন্যদিকে বাঙালীর প্রেখ্যাগৃহের বিনোদনে বারাবোরই অন্যতম স্থান পেয়েছে নাট্যাভিনয়। আর আর সেই দুই চিন্তাকে সামনে রেখেই আজ য১৩ই এপ্রিল ২০২৪, বয়জ ওন লাইব্রেরিতে, পুরোনো বছরের শেষ... আর নতুন বছরের শুরুর মাহেন্দ্রক্ষণকে বরণ করছে বারাকপুর স্বজন, থিয়েলাভার্স এবং আলোড়িত তিনটি নাট্য প্রযোজনা নিয়ে এক বর্ণাঢ্য নাট্য সন্ধ্যায়। সন্ধ্যার নাম "বর্ষবরণ ১৪৩০"। 

আজকের সন্ধ্যায় বারাকপুর স্বজন প্রযোজিত, মোহিত চট্টোপাধ্যায় রচিত ও অমিত দে নির্দেশিত নাটক "রিং" নাটকটি দিয়ে সন্ধ্যা শুরু হয়। এর পর আজ দ্বিতিয় নাটক হিসাবে মঞ্চস্থ হয় থিয়েলাভার্স প্রযোজিত "উত্তর সন্ত্রাস"। এই নাটকের নাটককার ও নির্দেশক ভর্গোনাথ ভট্টাচার্য এবং অনুষ্ঠানের সায়ান্হে মঞ্চস্থ হলো আলোড়িত নাট্যদলের "আজ আমার বিশেষ দিন" নাটকটি। রচনা ও নির্দেশনা মল্লার কুন্ডু। 

এই উৎসবের অন্যতম উপস্থাপক ও নাট্য বেক্তিত্ব ও পরিচালক মল্লার কুন্ডু বলছেন "জীবন যাত্রায় নাটকের একটা বড় অবদান আছে। তাই সারা বছর নাটকের সাথে থাকতে পারার লক্ষ নিয়েই এই নাটক নিয়ে বর্ষবরন"। ক্যামেরায় অমিত দাসের সাথে দীপ চট্টোপাধ্যায়ের প্রতিবেদন।

Post a Comment

0 Comments