Header Ads Widget

Responsive Advertisement

NEWS A BANGLA // ব্যাংক অফ ইন্ডিয়ায় রক্তদান শিবির


কলকাতা: ব্যাংক অফ ইন্ডিয়া অফিসার্স অ্যাসোসিয়েশন এর  পক্ষ থেকে সংগঠনের পতাকা  উত্তোলনের মাধ্যমে, উদযাপন করা হল শ্রমিক দিবস। এদিন সংগঠনের পক্ষ থেকে এক রক্ত দান শিবিরেরও আয়োজন করা হয়েছিল। কলকাতা প্রধান এই শাখায়  ব্যাংক এর উচ্চ প্রবন্ধনের উপস্থিতি সহ প্রায় ১২৫ জন ব্যাংক অফিসার রক্ত দান করেন। 



উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান তথা সর্বভারতীয় নেশনালাইজড ব্যাংক ফেডারেশনের সর্বভারতীয় সম্পাদক শ্রী সঞ্জয় দাস। সঞ্জয় দাস জানালেন, 'গ্রীষ্মের এই প্রচণ্ড দাবদাহে যেখানে তীব্র রক্ত সংকট দেখা দিচ্ছে সেখানে শ্রমিক দিবস এ রক্তদানের মাধ্যমে শ্রমিক দের অবদান কে স্মরণ করার শ্রেষ্ঠ বিকল্প। ব্যাংক সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয় যে আমরা ব্যাংক অফিসারদের নির্ধারিত সময় এ কাজের দাবিতে লড়াই চালিয়ে যাচ্ছি যা আজকের শ্রমিক দিবসএর বিশ্বব্যাপী স্বীকৃতির অন্যতম ভিতপ্রস্তর।এই রক্ত দান সেই শ্রমিক দের ঝরানো রক্তের প্রতিদান।' 


এছাড়াও এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা শ্রী তরুণ সাহা,সভাপতি শ্রী অভিজিৎ মণ্ডল, কোষাধ্যক্ষ শ্রী দেবাশিস মণ্ডল।

Post a Comment

0 Comments