Header Ads Widget

Responsive Advertisement

News A Bangla // 'নৃতাল ছন্দ ডান্স সেন্টার' এর আঠাশে-এ-আঠাশ সেলিব্রেশন !


কলকাতা: সদ্যই ২৮ বছর অতিক্রম করল 'নৃতাল ছন্দ ডান্স সেন্টার'। ২৮ বছর উপলক্ষে এক বার্ষিক অনুষ্ঠান আয়োজিত হয়ে গেল উত্তর কলকাতার পাইকপাড়ার মোহিত মৈত্র মঞ্চে। নৃত্য শিল্পী ও জি বাংলার বিখ্যাত কোরিওগ্রাফার সৌরভ চন্দের পরিচালনায় নৃতাল ছন্দ ডান্স সেন্টার আজ সকলের কাছে অন্যতম স্থান পেয়েছে এবং এই বাৎসরিক আঠাশে-এ-আঠাশ' অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী ও বিশিষ্ট নৃত্য শিল্পী ইন্দ্রাণী দত্ত, মালবিকা সেন, সোনালী চৌধুরী, ব্রততী চৌধুরী সহ অন্যান্যরা।  অনুষ্ঠানের উদ্বোধন করেন, রাজ্যের দমকল মন্ত্রী মাননীয় সুজিত বসু। এই সাংস্কৃতিক অনুষ্ঠানে  অভিনেত্রী সোনালী চৌধুরীও অতিথি হিসাবে নৃত্য পরিবেশন করেন।  অনুষ্ঠানে বক্তৃতা করতে গিয়ে নৃতাল ছন্দের পরিচালক সৌরভ চন্দ বলেন, “এই দিনটি আমার কাছে বিশেষ ভাবে উল্লেখযোগ্য এবং আমার নৃত্য একাডেমি, নৃতাল ছন্দের জন্য একটি বিশেষ দিন। আমরা আজ ২৮তম বছরে পদার্পণ করেছি। এই দীর্ঘ সফরে হাজার হাজার শিক্ষার্থীর সাথে নিজেকে যুক্ত রাখতে পেরেছি এবং অনেক কিছু শেখার অভিজ্ঞতা হয়েছে। আজ  আমরা একাডেমির জন্য নতুন লোগোও উন্মোচন করেছি। শিল্প মানুষের জীবনকে অনেকটা বদলে দিতে পারে, এই নাচের মাধ্যমে এই একাডেমীতেও অনেকের জীবনকে বদলে দিতে পেরেছে।  নাচ শেখার ক্ষেত্রে বয়সের কোনো বাধা নেই।  আমার এমন ছাত্র আছে যারা চাকরি থেকে অবসর নিয়েছে এবং তারপর আনন্দ, প্রাচুর্য এবং সৃজনশীলতা প্রকাশ করার জন্য নিজেকে মেলে ধরেছে।  আমার লক্ষ্য  ছাত্র-ছাত্রীদের নৃত্য শিখিয়ে অসংখ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা এবং তাদের জীবন পরিবর্তন করা।”

Post a Comment

0 Comments