নিজস্ব প্রতিবেদক,কলকাতা: এক শারীরিক প্রতিবন্ধীর শৈশব থেকে সংগ্রাম করে বড় হয়ে ওঠার কাহিনী নিয়ে নির্মিত ডকুমেন্টারি ফিল্ম "আত্ম নির্ভর ভারত" ।। ছবির নায়ক যুবরাজ আনন্দ রাও ঠাকরে । বিকৃত পা নিয়ে শৈশব সংগ্রাম তারপর অসাধারণ কষ্টের মধ্যে দিয়ে জীবন ধারণ এবং সেখান থেকেই তার ছবি আঁকা এবং শিল্পী হিসেবে তাঁর কর্মজীবন শুরু এই সমস্ত ঘটনাকে তুলে ধরেছেন প্রডিউসার ডক্টর রাজীব পাল।
গল্প লিখেছেন মেক্সিকো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০১৭ বিজেতা শুভেন্দু দাস। এই ছবিটি ছাড়াও মিস্টার দাস বেশকিছু ফিচার ফিল্ম এর জন্য পুরস্কার ও প্রশংসা পেয়েছেন।। ৪৫ মিনিটের এই গল্পে যুবরাজের ছোট থেকে বড় সমস্ত জীবন তুলে ধরেছেন ডক্টর রাজীব পাল এবং লেখক শুভেন্দু দাস।।
এক সাংবাদিক সম্মেলনে প্রডিউসার ডক্টর রাজীব পাল জানান ৭৫ শতাংশ প্রতিবন্ধকতার শিকার যুবরাজ। এই সমস্ত মানুষের পরিবার এবং আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব এর দরকার যে ভবিষ্যতের পথে চলার জন্য তাদের সাহায্য করা। তাদের পাশে থাকা। রাজীব পাল জানান আপাতত এই ছবি মুক্তি পাবে বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে তারপর ধীরে ধীরে অনলাইন এবং অফলাইন সমস্ত প্লাটফর্মে দেখা যাবে এই ছবি। এই ছবির শুটিং হয়েছে ইন্দোর, কলকাতা, মহারাষ্ট্রে।
ছবির মূল নায়ক যুবরাজ যিনি নিজেই এই ছবিতে অভিনয় করেছেন তিনি জানান ছোটবেলা থেকেই ভাবতাম বড় হয়ে কিছু করতে হবে। আমি শূন্য থেকে শুরু করেছি অনেক জায়গায় প্রত্যাক্ষিত হয়েছি। আমি আমার গ্রামে একটি মসলা তৈরীর কারখানা খুলেছি সেখানে পঞ্চাশের বেশি মানুষ কাজ করছেন। আগামী দিনে আরো বেশি বেশি করে কিভাবে কর্মসংস্থান করা যায় তা আমার এখন মূল লক্ষ্য। আমি সবাইকেই বলতে চাই নিজের ইচ্ছা যদি ঠিক থাকে তাহলে ভবিষ্যতে বড় কিছু করা যাবে।
সাংবাদিক সম্মেলনে "আত্ম নির্ভর ভারত" ছবির ট্রেলার রিলিজ করেন প্রডিউসার ডক্টর রাজীব পাল এবং লেখক শুভেন্দু দাস।।
0 Comments