নিউজ ডেস্ক : সম্প্রতি নজরুল মঞ্চে অত্যন্ত দুঃখজনক ঘটনা সবার প্রিয় সংগীতশিল্পী কেকের প্রয়াণ হয়েছে এবং তার জন্য সঙ্গীতপ্রেমীরা বিভিন্ন রকম এই শহরে তাঁকে ট্রিবিউট জানিয়ে ইভেন্ট অরগানাইজ করেছে ইতিমধ্যে । তেমনই এক সন্ধ্যার সাক্ষ্য থেকে গেল কলকাতাবাসী গতকাল যেটি হয়েছে গ্যালারি গোল্ড সাউদান এভিনিউতে।
যেখানে লাইভ আর্ট এর মাধ্যমে ৪৫ জন শিল্পী তাকে চিত্রায়নে যেভাবে স্মরণ করেছে তেমনি তাঁকে স্মরণ করেছে সংগীতের মাধ্যমে । প্রখ্যাত শিল্পী anny আহমেদ যিনি hoichoi এর চরিত্রহীন ওয়েব সিরিজে গান করেছিলেন তিনি বহু গানের মাধ্যমে তাকে ট্রিবিউট জানালেন । একদিকে যেমন শিল্পীদের হাতে আঁকা প্রদর্শনী ছিল তেমনই সংগীতের মাধ্যমে প্রয়াত সংগীতশিল্পীকে স্মরণ করা হয়েছে ।
0 Comments