ডিজিটাল ডেস্ক : আধুনিক চিকিৎসা বিজ্ঞানে অনেক অসাধ্যসাধন ঘটলেও কৃত্রিম উপায়ে রক্ত এখনো আবিষ্কার হয়নি। হলে যে সমস্ত রোগী কোন কারণে অতিরিক্ত রক্তের প্রয়োজন হয়, তখন সেই রক্ত সুস্থ মানুষের শরীর থেকে সংগ্রহ করতে হয়।
এইজন্য রক্তদান একটি মহৎ দান বলে বিবেচনা করা হয়।
প্রত্যেক বছর গ্রীষ্মের সময় রক্ত ভান্ডার সংরক্ষিত রক্তের পরিমাণ চাহিদার তুলনায় অনেক কম মজুরি থাকে। কল রে সমস্যায় পড়েন রোগীরা। সেই রক্ত সংকট মেটানোর জন্য যাদবপুরের, গরফার বহ্নিশিখা ক্লাবের উদ্যোগে এক রক্তদান কর্মসূচির আয়োজন করেন।
এই রক্তদান শিবিরে মোট ৮৫ জন রক্তদান করেন যাদের মধ্যে ৭২জন পুরুষ এবং ১৩ জন মহিলা ছিলেন।
এই রক্তদান উৎসবে উপস্থিত ছিলেন কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্ত্তী,এছাড়াও অনেক বিশিষ্ট ব্যক্তিরা।
0 Comments