Header Ads Widget

Responsive Advertisement

NB News ! মুক্তির পথে প্রবীর ভাদুড়ীর মিউজিক ভিডিও


নিউজ ডেস্ক,কলকাতা :- গত ১২ ই জুন বেলঘরিয়ার স্টারডাস্ট স্টুডিও এবং আরিয়াদহ গঙ্গার ঘাটে মৃণাল চক্রব্ত্তীর একটা বাংলা গান ও কিশোর কুমারের একটা হিন্দি গানের শুটিং হয়ে গেল। গান গুলো যদিও পুরনো কিন্তু নতুন করে গান গুলো গেয়েছেন পেশায় তিনি WBCS অফিসার কিন্তু গান টায় হচ্ছে ওনার জীবন তিনি হলেন প্রবীর ভাদুড়ী। ছোট বেলা থেকেই তিনি গান গাইছেন। 

এই দুটি গানে অভিনয় করলেন ওনার " ই ওয়াইফ সুপর্ণা চ্যাটার্জী ভাদুড়ী তিনিও একজন WBCS অফিসার। স্বামী আর স্ত্রীর মেলবন্ধন পুরনো এই বাংলা এবং হিন্দি গান দুটোকে যেনো প্রাণবন্ত করে তুলেছে।


এই দুটো গানের ' ই পরিচালকের দায়িত্বে ছিলেন দেবজ্যোতি মুখোপাধ্যায় , ক্যামেরা করেছেন অরূপ রায়, রূপসজ্জায় ছিলেন রাজশ্রী মাইতি, সেট ডিজাইনে ছিলেন সঞ্জয় শ্যাম এবং প্রোডাকশন ম্যানেজার ছিলেন নিরঞ্জন মান্না।
খুব তাড়াতাড়ি আসতে চলেছে বিভিন্ন OTT প্লাট ফর্মে । এই গান দুটো নিয়ে প্রবীর বাবু এবং ওনার ওয়াইফ দুজনেই খুব আশাবাদী।

Post a Comment

0 Comments