Header Ads Widget

Responsive Advertisement

NB News! মুক্তির অপেক্ষায় বাদল সরকারের নতুন শর্ট ফিল্ম"এ্যাডপশন"


ডিজিটাল ডেস্ক :-
শুটিং শেষ হলো বাদল সরকারের নতুন শর্ট ফিল্ম "এ্যাডপশন"
প্রত্যেক বারের মত আবার এক ভিন্ন স্বাদের গল্প নিয়ে তৈরি এই স্বল্প দৈর্ঘ্যের ছবি "এ্যাডপশন"।
এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আনন্দ চক্রবর্তী,বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মিঃ সঞ্জয়,পার্থ,সমীর,সৌমিত,রাজকুমার,তাপস,অসীম,
মিস- সুমিতা, প্রিয়াংকা,সোনালী,শিশু শিল্পী সৌমাশ্রী।




এই ছবির চিত্র নাট্য লিখেছেন সঞ্জয়,মেকাপে আছেন ঝন্টু,ক্যামেরা করেছেন অনুদিপ্ত,সম্পাদনা সৌভিক,
ব্যাক গ্রাউন্ড মিউজিক ওম্অরুপ,গল্প ও নির্দেশনা - বাদল সরকার,প্রয়োজন-বর্নালী ভয়েজ টেক স্টুডিও।
স্বল্প - দৈর্ঘ্যের ছবির জগতে প্রত্যেক বার বাদল সরকার নতুন কিছু উপহার দিয়েছেন যেমন "ঘুঙরু" "সন্তান কার" " বিবেকানন্দের কুমারী পুজো" " আমার কল্পনা" ও বিশেষ করে " মা তুমি" অসাধারণ প্রত্যেক টা ছবি সাফল্যের পর পরিচালক বাদল সরকারের, এবার সমাজের নতুন এক দিক দর্শনের গল্প "এ্যাডপশন (দত্তক) উপহার দিচ্ছেন বাংলার মানুষকে। 


আজকের সমাজে অবহেলিত - বঞ্চিত শিশুকে দত্তক নেওয়ার আইন গত প্রথা সম্মত। তারই
ভিত্তিতে চলচ্চিত্র জগতে প্রথম ভিন্ন মুখি এক ভাবনা আইনের দরবারে আবেদন। দেখতে হলে একটু অপেক্ষা করতেই হবে। শীঘ্রই মুক্তি পেতে চলেছে "এ্যাডপশন" শুধু সময়ের অপেক্ষা।

Post a Comment

0 Comments