Header Ads Widget

Responsive Advertisement

NB News ! গীতিকার সুইডেন প্রবাসী হরিপ্রসাদ দের নতুন নিবেদন


নিউজ ডেস্ক,কলকাতা :-
গত ২০ এবং ২২ শে জুন রেজনেন্স স্টুডিওতে ৪টি গানের রেকর্ডিং এবং শুটিং হয়ে গেল। সব কটি গানের কথা ছিল সুইডেন নিবাসী বরিষ্ঠ গীতিকার হরিপ্রসাদ দের।



সন্দীপন গাঙ্গুলির সুরে গান গুলি গেয়েছেন বিশিষ্ট শিল্পী শ্রীকান্ত আচার্য্য,সারেগামা খ্যাত অরিত্র দাশগুপ্ত,সুজয় ভৌমিক এছাড়াও ছিলেন পিউ মুখোপাধ্যায় ও দীপান্বিতা চৌধুরী।


এই গানের রেকর্ডিং এবং মিউজিক ভিডিওর চিত্র গ্রহনে ছিলেন অরূপ রায় ও তনয় রায়।
ভিডিও পরিচালক ছিলেন দেবজ্যোতি মুখোপাধ্যায় এছাড়াও সাউন্ড রেকর্ডিং এর দায়িত্বে ছিলেন সঞ্জয়।রূপসজ্জায় রঞ্জন চক্রবর্তী।

Post a Comment

0 Comments