ডিজিটাল ডেস্ক,কলকাতা :- লেখক, পরিচালক ও ঔপন্যাসিক স্বাগতম সেনগুপ্ত আর চন্দ্রমৌলি চৌধুরী তাদের প্রোডাকশন হাউস টাচউডের সদ্য মুক্তি পাওয়া 'Mind Magician' এ অভিনয় করেছেন অভিনেত্রী স্নেহা মুখার্জি। স্নেহা সবসময় একটু অন্য ধারার গল্পে অভিনয় করতে ভালোবাসেন। এখানে অভিনয় করেছেন স্বাগতম সেনগুপ্ত, চন্দ্রমৌলি এবং স্নেহা।
অভিনেত্রী স্নেহা মুখার্জির কাছে গল্পের বিষয় জানতে চাইলে তিনি বলেন আমরা সাদা চোখে যেসব সম্পর্ক দেখি সেগুলো সবসময় সত্যি হয়না।
আমাদের সকলের মনের মাঝে লুকিয়ে থাকা সত্যিকে আমরা নিজেরাই বুঝতে পারিনা। এক ছাদের নিচে থাকা সুখী দম্পত্তির মনের ভিতরের কিছু অজানা কথা,যে সত্যি হয়তো চাপা পড়ে গেছে বহুদিন আগে। সেই সব বাস্তব হয়তো চাপা পড়ে থাকায় ভালো।।
এমনি এক আজকের সম্পর্কের অদ্ভুত সত্য গল্পের নাম 'Mind Magician' এই ছবির পুরো শুটিংটা হয়েছে কলকাতায়।। সোশ্যাল মিডিয়ার দর্শকের মনে সারা ফেলে দিয়েছে এই ছবি।।তাই যারা এখনো দেখেননি তারা Touchwood Picture এর ইউটিউব চ্যানেলে দেখে নিন।।নিশ্চয় ভাল লাগবে।।
0 Comments