Header Ads Widget

Responsive Advertisement

NB News¡ ৪০ নং ওয়ার্ডের কাউন্সিলর সুপর্ণা দত্তের উদ্যোগে জুয়ার ঠেক ভাঙ্গা হলো


নিজস্ব প্রতিবেদক,কলকাতা :
রাখার ফাঁকা ক্রেটের ওপরেই সাজানো জুয়ার বোর্ড৷ তাসের ফাইল৷ চলছে খেলা এই ভাবেই চলছে খেলা জুয়া খেলা।। শুধু টাকার খেলা কেও জিতছে কেও আবার হারছে। বোর্ডকে ঘিরে একদল মানুষ জটলা বেধে আছে।।

এমজিরোডে বন্ধ হয়ে যাওয়া শ্রীকৃষ্ণ নার্সিং হোমের পাশের গলিতে ফুটপাতের একাংশ দখল করে প্রতিদিনই বসে এই জুয়ার ঠেক৷ প্রত্যেক দিনের মত মঙ্গলবারও তার ব্যতিক্রম হলনা।।

বাসিন্দাদের কাছ থেকে অভিযোগ পেয়ে এক মিনিটের জন্য দেরি না করে কলকাতা পুর নিগমের ৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুপর্ণা দত্ত তার সহকারী প্রীতম আঢ্যকে নিয়ে ওয়ার্ড অফিস থেকে সোজা হানা দেয় সেই জায়গায়।।


যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তারা জানান, কাউন্সিলরের অর্তকিত হানায় জুয়ার ঠেকের ছেলেরা হকচকিয়ে যায়৷ স্পটে দাঁড়িয়েই সুপর্ণাদেবী হুঁশিয়ারি দেন, ‘‘এখানে এভাবে পরিবেশ দূষিত করছেন কেন? জানেন না, জুয়া বেআইনি৷ এখনই এলাকা ছেড়ে চলে যান৷


ফের দেখলে পুলিশে ধরিয়ে দেব!’’ বস্তুত, কাউন্সিলরের ফোন পেয়ে ঘটনাস্থলে আসে আর্মাস্ট্রিট থানার পুলিশ৷ ভবিষ্যতে যাতে এই ধরণের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তার আশ্বাসও দেয় পুলিশ৷

Post a Comment

0 Comments