Header Ads Widget

Responsive Advertisement

NB News ! কলেজের প্রতিষ্ঠা ও হুল দিবস উপলক্ষে আদিবাসী ভাই বোনদের সন্মান প্রদান


ডিজিটাল,ডেস্ক :-
৩০ শে জুন ভারতবর্ষের ইতিহাসে এক উল্লেখযোগ্য দিন । আঞ্চলিক জনজাতি তথা আদিবাসী সমাজের মানুষদের উপর ব্রিটিশ সরকার ও তৎকালীন জমিদারদের লাগাম হীন অত্যাচার ও সর্বোপরি জল জঙ্গল এর অধিকার কেড়ে নেওয়ার যে প্রচেষ্টা তার প্রতিবাদে ১৮৫৫ সালের এই দিনে সিধু মুরমু ও কানহু মুরমুর নেতৃত্বে সংগঠিত স্বাধীনতার মুক্তি সংগ্রাম "হুল দিবস "নামে পরিচিত। সেই সময় থেকে আজও এই মহান দিনটিকে তাদের স্মৃতির রক্ষার্থে সমগ্র আদিবাসী সমাজ তথা পুরো ভারতবর্ষ "হুল দিবস " নামে পালন করা হয়।

আর এই ৩০ সে জুন ডঃ আমবেদকর বি. এড.কলেজ ও ডঃ আমবেদকর পি.টি.টি.আই.বেথুয়াডহরি, নদিয়া এই কলেজের প্রতিষ্ঠা হয়। তাই এই দিন কলেজের প্রতিষ্ঠা দিবস ও হুল দিবস উপলক্ষে এক বিশাল অনুষ্ঠান পালিত হয়।

কলেজের সম্পাদক ড: রতন কুমার বাড়ৈ ও প্রধান অতিথি বাঙ্গুর হাসপাতালের ডেপুটি সুপার ড. শিশির নস্কর সহ অন্যান্য গুণীজনরা।তাদের উপস্থিতিতে আদিবাসী ভাই বোনদের সন্মান জানানো হয়।

Post a Comment

0 Comments