ডিজিটাল ডেস্কঃ খুব শীঘ্রই কলকাতা ও জেলার বিভিন্ন প্রেক্ষাৃগৃহে মুক্তি পেতে চলেছে পরিচালক শুভংকর ভৌমকের ছবি "কলি ও অর্জুন"।
এক ভাই আর এক বোনের গল্প । ছোট ভাই তার দিদিকে শ্বশুর বাড়িতে নির্ঘাত মৃত্যুর হাত থেকে কিভাবে রক্ষা করবে তাই নিয়েই এই ছবি।
বি.সতীশের ক্যামেরায়, "পুষ্পা" খ্যাত জগন বিল্লার ফাইটিং ,জেমস অ্যান্থনির ড্যান্স পরিচালনায় ছবির সুরকার সৌমিত্র কুণ্ডু। সব কিছু মিলিয়ে এই ছবিকে এক অন্য মাত্রায় নিয়ে গেছে।"কলি ও অর্জুন"এ অভিনয় করেছেন খরাজ মুখার্জী,। শুভদ্রা মুখার্জী ,কৃষ্ণেন্দু চ্যাটার্জী, ইন্দ্রানী দত্ত, দীপ মহানবিশ, তাপস চ্ক্রবর্ত্যী ও সৌমিত্র চট্টোপাধ্যায় সহ আরো অনেকে। মুখ্য চরিত্রে অভিনয়ে করেছেন রাজ এবং মিনাশ্রী।
0 Comments