Header Ads Widget

Responsive Advertisement

NB News ! আর কয়েক ঘণ্টা ঝড় তুলতে আসছে "কলি ও অর্জুন"


ডিজিটাল,কলকাতা,জুলাই,২০২২ :-
অপেক্ষার অবসান আর মাত্র কয়েক ঘন্টা় কলকাতা ও জেলার বিভিন্ন প্রেক্ষাৃগৃহে মুক্তি পেতে চলেছে পরিচালক শুভংকর ভৌমকের ছবি "কলি ও অর্জুন"। যা প্রেক্ষাগৃহে আসার আগেই সোশ্যাল মিডিয়াতে হুলুস্থুল ফেলে দিয়েছে।সবার মুখে মুখে যে গান "মহাদেবের চ্যালা আমি" আর "প্রেমে পইড়া আমি"।

অভিনেতা খরাজ মুখার্জি"র অসাধারণ অভিনয়। এছাড়াও অভিনয় করেছেন শুভদ্রা মুখার্জী ,কৃষ্ণেন্দু চ্যাটার্জী, ইন্দ্রানী দত্ত, দীপ মহানবিশ, তাপস চ্ক্রবর্ত্যী ও সৌমিত্র চট্টোপাধ্যায় সহ আরো অনেকে। মুখ্য চরিত্রে অভিনয়ে করেছেন রাজ এবং মিনাশ্রী।
এবার শুধু মুক্তির অপেক্ষায়।বি.সতীশের ক্যামেরায়, "পুষ্পা" খ্যাত জগন বিল্লার ফাইটিং ,জেমস অ্যান্থনির ড্যান্স পরিচালনায় ছবির সুরকার সৌমিত্র কুণ্ডু। সব কিছু মিলিয়ে এই ছবিকে এক অন্য মাত্রায় নিয়ে গেছে।"
তাহলে আর দেরি না করে Book my Show তে গিয়ে এখুনি বুক করে ফেলুন আপনার টিকিট।

Post a Comment

0 Comments