ডিজিটাল ডেস্ক :- পাথুরিয়া ঘাটের, গঞ্জেস্বরী মন্দিরে রাম,লক্ষণ এবং সিতার মূর্তি উন্মোচিত হলো।মূর্তি উন্মোচন করলেন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় চিন্তা সংঘের মহিলা প্রদেশ অধ্যাক্ষ কিরণ শর্মা।। কিরণ শর্মা বলেন ২০২০ থেকে আমরা এক মহামারীর উপর দিয়ে যাচ্ছি আর এই মহামারীর হাত থেকে বাঁচাতে পারে একমাত্র ভগবান।।
এই জন্যই তার এই পুজো। এছাড়াও ওনার কথা অনুযায়ী হিন্দুরা রাম সীতার পুজো প্রায় বন্ধ হয়ে গেছে আগের মত হয়না।। সেই পুজো যেন আবার আগের মতোই হয় এই জন্যই উনি এই উদ্যোগ নিয়েছেন।।




0 Comments