নবাবের জেলা মুর্শিদাবাদ। মহামারী কাটিয়ে কলকাতার পাশাপাশি আবার উৎসবের চেনা মেজাজে জেলার মানুষ। মুর্শিদাবাদ জেলাও ব্যতিক্রম নয়। মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানার অন্তর্গত পাঁচথুপি বাংলার বরেণ্য মনীষীদের পদধূলিতে ধন্য। আর পাঁচথুপিতে শুরু হল তিনদিনের নাট্য উৎসব। চলবে আগামী ৩১ শে ডিসেম্বর পর্যন্ত।
যারা আয়োজন করেছে পাঁচথুপি উদয়ন নাট্য সংস্থা । ১৯ তম বর্ষে পদার্পণ করল তাদের এই নাট্য উৎসব। তিন দিনের উৎসবে বীরভূম ও বর্ধমান জেলার নাট্য দলের নাটক থাকার পাশাপাশি থাকবে উদয়ন নাট্য সংস্থার নাটক। নাটক দেখার পাশাপাশি ছিল নাটক নিয়ে আলোচনা সভা ।
যেখানে অংশ নেন নাট্য ব্যক্তিত্ব সন্দীপ ভট্টাচার্য ও মলয় ঘোষ। থাকবে ঐতিহ্যবাহী লোক সংগীত, সাঁওতালী নৃত্য এবং বাউল গান। তিনদিন ধরে চলা উৎসব হবে পাঁচথুপি উদয়ন নাট্য মঞ্চে সন্ধ্যা সাড়ে পাঁচ টা থেকে। সংস্থার সম্পাদক মাধবেন্দ্র সিনহা জানান, দীর্ঘ ৩৫ বছর ধরে সংস্থা নাটক ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান করে আসছে । তবে নাট্য উৎসব ঊনিশ তম বর্ষে পড়েছে। এর ফলে এলাকার তরুণ প্রজন্মের মনে নাটকের প্রতি উৎসাহ ও উন্মাদনা ক্রমেই বাড়ছে। উৎসবে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
0 Comments