ওয়েব ডেস্ক;জানুয়ারি ২০২৩ : উলুবেরিয়া বাসীদের জন্য সুখবর। এখন হাতের নাগালেই অত্যাধুনিক চিকিৎসার সুযোগ পেতে চলেছেন তারা । সানরেস লাইফ কেয়ার প্রাইভেট লিমিটেড পরিচালিত সান মাল্টিস্পেশালিটি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর উদ্বোধন হলো ১৬ জানুয়ারি।
উলুবেড়িয়ার উড়িষ্যা ট্রাঙ্ক রোডে এই মাল্টি স্পেশালিটি হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টার তৈরি হয়েছে। প্রাথমিক ক্ষেত্রে এখানে ১২০ শয্যা রয়েছে। রয়েছে উলুবেরিয়াতে সর্বপ্রথম লেমিনার ফ্লোর যুক্ত তিনটি অত্যাধুনিক মডিউলার অপারেশন থিয়েটার। পেসমেকার বসানো বা হাটু প্রতিস্থাপনের মতো অত্যাধুনিক চিকিৎসার ব্যবস্থা থাকছে , এছাড়াও থাকছে অত্যাধুনিক লেবার রুম এবং সুলভ ডায়ালিসিস ইউনিট।
এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেরিয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক বিদেশ রঞ্জন বসু, উলুবেরিয়া পৌরসভার সভাপতি অভয় কুমার দাস। তার সাথে উপস্থিত ছিলেন হাসপাতালের ডিরেক্টর ডাক্তার সুদীপ্ত ঘোষ , ডাক্তার কৌশিক সরকার, ডাক্তার দেবাশীষ রায়, সমীর কুমার দে, নিজামুদ্দিন মল্লিক।
ডাক্তার সুদীপ্ত ঘোষ জানান প্রথমে ৫০ টি আই সি ইউ ও এইচ ডি ইউ শয্যা নিয়ে এবং সংকটাপন্ন নবজাতকদের চিকিৎসার জন্য এন আই সি ইউ নিয়ে ক্রিটিকাল কেয়ার ইউনিট চালু হলেও ভবিষ্যতে আইসিইউ - র শয্যাসংখ্যা বাড়ানো হতে পারে। আউটডোর - ইনডোরে যেমন সব সময় বিশেষজ্ঞ ডাক্তার বাবুরা থাকবেন তেমনি এখানকার ডায়াগনস্টিক সেন্টারেও থাকবে সর্বসাধারণের রক্ত পরীক্ষা ছাড়াও আলট্রাসনোগ্রাফি, সিটি স্ক্যান, ইকো কার্ডিয়লজি, এন্ডোসকপি , ইআরসিপি, ইসিজির মতন অত্যাধুনিক পরীক্ষা সুযোগও।
0 Comments