নিজস্ব প্রতিবেদক, কলকাতা :- আগস্ট মানে যেন ইতিহাসের সাক্ষী। কারন এই আগস্ট এর ১৯৪৭ সালের ১৫ই আগস্ট ভারত বর্ষ স্বাধীনতা লাভ করে। স্বাধীনতার পর ছিয়াত্তর বছর পর যেন আরও একটি ইতিহাসের সাক্ষী থাকলো গোটা ভারতবর্ষ। তার অন্যতম কারণ অবশ্য চন্দ্রযান ৩ র সফল উৎক্ষেপণ । চন্দ্রযান ২ এর ব্যর্থতার পর ইসরোর বিজ্ঞানীরা আগামীর ভুল গুলো শুধরে নিয়ে চন্দ্রযান ৩ কে উৎক্ষেপণ করে। সেই চন্দ্রযান ২৩ শেষ আগস্ট সন্ধ্যা ৬:৪ মিনিটে প্রজ্ঞানের মুন ওয়াকশুরু হতেই ।
প্রায় ১৪০ কোটি র ভারতবর্ষের জনগণ এই সাফল্যের অংশীদার হিসেবে গর্ব বোধ করবেন তার বলাইবাহুল্য। আগামী কয়েক দিনে প্রজ্ঞানের মুন ওয়ার্ক, চিরদিনের জন্য ভারতবর্ষের নাম খোদাই করে দিল। যার একটাই ভাষা আমরাও পারি।এই সাফল্যকে উদযাপন করলেন বড় বাজারের ব্যবসায়ীরা রীতি মতন চন্দ্রযান ৩ র সাফল্যের উৎসাহিত হয়ে মিষ্টিমুখ করালেন পথ চলতি সমস্ত মানুষদের চকলেট এর পাশাপাশি ছিল মিষ্টিমুখ। ,
বাবুলাল দুধরিয়ার উদ্যোগে এই সম্পূর্ণ অনুষ্ঠানটি সার্থক রূপ পেয়েছে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাবলু দুধোরিয়া, নিরঞ্জন কেডিয়া,যশ মানত, মনোজ লু
নিয়, দিনেশ সুরানা, এস,দাস, কার্তিক, শনু, প্রিয়ব্রত, এছাড়াও ছিলেন রাকেশ নাহাটা, রাজকুমার সুরানা, ধর্মেন্দ্র ফচাত,জোজ দা, বিনীত লোধা।
0 Comments