Header Ads Widget

Responsive Advertisement

News A Bangla ! দুর্গা পুজোয় আবাসনের গৃহিণীদের অভিনব প্রয়াস


দেবারতি ঘোষ, কলকাতাঃ
সকলেই চেষ্টা করেন পুজোর কয়েকটা দিন একসঙ্গে আনন্দ করে সময় কাটানোর। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যৌথ পরিবার গুলি ভেঙ্গে গিয়েছে। তাই একসঙ্গে আনন্দ করার সুযোগ থেকে বঞ্চিত অনেকেই।



এবার সেই সমস্যাকে তুড়ি মেরে উড়িয়ে, পুজোয় কয়েকটি দিন সকলে একসঙ্গে সময় কাটানো, ভোগ খাওয়া দাওয়া-আড্ডা দেওয়ার পাশাপাশি আয়োজিত হয়ে গেল এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।



আবাসনের প্রতিটি মহিলা তাদের সাংসারিক এবং কর্ম জগতের ব্যস্ততা সামলে,এদিন হয়ে উঠেছেন নাটকের এক একটি বিশেষ চরিত্র।


কেউ সেজেছেন কৃষ্ণ-রাধা, কেউ বা দ্রৌপদী। মাস দুয়েক ধরে চলেছে এই বিশেষ অনুষ্ঠানের কর্মশালা। নাচ-গান-অভিনয়ে জমজমাট হয়ে ওঠে এদিনের সন্ধ্যা।

Post a Comment

0 Comments