মৃত্যুঞ্জয় রায়,কোলকাতা (২৭ অক্টোবর '২৩):- বলিউড ফিল্ম ইণ্ডাস্ট্রীর আবেদনময়ী অভিনেত্রী বিদ্যা বালানের হাত ধরে কোলকাতায় খুলে গেল সেনকো গোল্ড অ্যাণ্ড ডায়মণ্ডস-এর দু দুটো শোরুম।
বলে রাখা ভালো, আজ কোলকাতার হাতিবাগান ও কাঁকুরগাছিতে পৃথক দুটো শোরুমের দ্বারোদ্ঘাটন করেন অভিনেত্রী তথা সেনকো গোল্ড অ্যাণ্ড ডায়মণ্ডস-এর ব্যান্ড অ্যাম্বাসাডার বিদ্যা বালান।
সেনকো গোল্ড অ্যাণ্ড ডায়মণ্ডস-এর ব্যাবস্থাপক নির্দেশক তথা মুখ্য কার্যনির্বাহী আধিকারিক শুভঙ্কর সেন জানিয়েছেন, কোলকাতার হাতিবাগান ও কাঁকুরগাছি এলাকার জনগণের উদ্দেশ্যে খোলা হল এই প্রদর্শন তথা বিক্রয় কেন্দ্র।"
সেনকো গোল্ড অ্যাণ্ড ডায়মণ্ডস-এর তরফ থেকে জানানো হয়েছে, "আজ হাতিবাগানে খুলল সেনকো গোল্ড অ্যাণ্ড ডায়মণ্ডস-এর সর্ববৃহৎ বিপনন কেন্দ্র (১১,৫০০ বর্গফুট), অপরদিকে ২,১০০ বর্গফুট এলাকা জুড়ে রয়েছে কাঁকুরগাছির বিক্রয় কেন্দ্র।"
আনন্দঘণ মুহূর্তে উপস্থিত ছিলেন সেনকো গোল্ড অ্যাণ্ড ডায়মণ্ডস-এর অন্যতম নির্দেশক এবং নকশা ও বিপণন বিভাগের প্রধান জয়িতা সেন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
0 Comments