Header Ads Widget

Responsive Advertisement

News A Bangla ! বেনারস ভারত সেবাশ্রম সঙ্ঘের দুর্গাপুজো


ডিজিটাল ডেস্ক:-
বেনারসে দুর্গাপুজোর প্রতিষ্ঠা করেছিলেন ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দজী মহারাজ। তারপর থেকে প্রতি বছর মহা ধুমধাম করে বেনারস ভারত সেবাশ্রম সঙ্ঘে অনুষ্ঠিত হয় দুর্গাপুজো। বেনারস শহরেও বর্তমানে অসংখ্য দুর্গাপুজো হয়। ষষ্ঠীর দিন প্রভাত ফেরির মাধ্যমে সন্ন্যাসীরা বেনারস শহর পরিদর্শন করেন। তারপর শুরু হয় দুর্গাপুজো। 



প্রতিদিন হাজার হাজার মানুষ এই পুজো দেখতে ভিড় জমান। সন্ন্যাসীরা ত্রিশূল নাচ, ধনুচি নৃত্য ও নৃত্যের মাধ্যমে আরতি পরিবেশন করেন। দশমীর দিন মাকে বরণ করে বেনারস গঙ্গার ঘাটে বিদায় জানানো হয়।
ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ জানান, সঙ্ঘের প্রাণ পুরুষ সঙ্ঘ প্রতিষ্ঠাতা যুগাচার্য স্বামী প্রণবানন্দজী মহারাজ ১৯২৬ সালে বেনারসে এই দুর্গাপূজার প্রচলন করেন। 





আজও সেই বৈদিক ভাবধারায় আধ্যাত্মিক পরিবেশে শ্রদ্ধাসহকারে শ্রীশ্রী গুরুপূজা ও মায়ের পূজা সুসম্পন্ন হয়ে থাকে। পুজোর কয়দিন মাতৃ আরাধনার সাথে সাথে বিশেষ আকর্ষণ সন্ধিপূজা, লাঠিখেলা, ছৌনাচ, ধর্মীয় সম্মেলন ও বিভিন্ন চিত্তাকর্ষণ কার্যসূচীর ব্যবস্থা করা হয়।

Post a Comment

0 Comments