দেবারতি ঘোষ,কলকাতা:- অন্যান্য বছরের মত চলতি বছরে রদেভুর পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল দাদু দিদাদের সঙ্গে নিয়ে পুজো পরিক্রমা। শুধু ঠাকুর দেখাই নয়, সকলকে নাচ-গান-আবৃত্তি পাঠের মধ্যে দিয়ে মনোরঞ্জনের চেষ্টা করা হয়।
অনুষ্ঠানের শেষে রধেভুর পক্ষ থেকে জয়েতি দত্ত সকলের হাতে উপহার তুলে দেন এবং সকলের জন্য মধ্যান্ন ভোজের আয়োজন করে দাদু-দিদাদের বিনোদন দেওয়ার চেষ্টা করা হয়।এখানেই শেষ নয়, এদিন সংস্থার পক্ষ থেকে সকলের জন্য হেল্থ ক্যাম্পের ব্যবস্থা ও করা হয়।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদ্যোক্তা জয়েতি দত্ত, চিকিৎসক অতনু পাল, দীপায়ন সাহা, অনুসুয়া মুখোপাধ্যায় সহ অন্যান্যরা। এদিনের অনুষ্ঠানে চিকিৎসকরা প্রত্যেকেই সুস্থ্য থাকার পরামর্শ দিয়েছেন। এদিনের পূজা পরিক্রমা শুরু হয়েছিল আলিপুর সর্বজনীন দুর্গাৎসবের পুজো দিয়ে এবং শেষ হয়েছে সন্তোষপুর ত্রিকোণ পার্কের পূজা মণ্ডপ পরিদর্শনের মাধ্যমে। অনুষ্ঠান শেষে দাদু দিদার মুখের হাসি এক অন্যমাত্রা যোগ করেছে। আগামী দিনে বেশ কিছু নতুন পরিকল্পনা রয়েছে। জানালেন উদ্যোক্তা জয়েতি দত্ত।
0 Comments