Header Ads Widget

Responsive Advertisement

NEWS A BANGLA ! বরানগর রবীন্দ্রভবনে অনুষ্ঠিত হয়ে গেল বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের আদলে মহিষাসুরমর্দিনী


কলকাতা (অক্টোবর,২০২৩) :-
মধুর আমন্ত্রণ আয়োজক ঋত্বিক দাস রাত্রি ও আকাশ খোষো
বরানগর রবীন্দ্র ভবনে দেবিপক্ষের সূচনা আগে অনুষ্ঠিত হয়ে গেল মহিষাসুরমর্দিনী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের আদলে
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুম্বাই থেকে পূজা শর্মা, ওয়েস্টবেঙ্গল ট্রান্সজেন্ডার বোর্ড এর সদস্য রঞ্জিতা সিনহা মানবাধিকার বোর্ডে সদস্যা সোমা সরকার, ও গীতশ্রী পাল ও এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিল কলকাতার স্বনামধন্য নৃত্যগুরু শ্রী কোহিনূর সেন বরাট, জয়শ্রী ফাউন্ডেশনের কর্ণধার শ্রীমতি জয়শ্রী দাস, উপেন্দ্র শর্মা ত্রিতাল , ঋতুরাজ প্রামানিক কথাকলি শর্মিষ্ঠা,কোমল গান্ধার,অঙ্গকল্পা ,ত্রিভঙ্গি ,তারঙ্গম ,ভৈরবী ,পরমাপ্রকৃতি সকল গ্রুপ আমাদের অনুষ্ঠানে মহিষাসুরের বিশেষ ভূমিকা ছিল শ্রী অর্ণব এজে হালদার, এছাড়াও অন্যান্য অসুরদের ভূমিকায় ছিল শুভম দাস রাহুল সেন রাজা শিকদার সৌগত ভট্টাচার্য। মহেশ্বরে ভূমিকা ছিল রুপঙ্কর চৌধুরী বিষ্ণুর ভূমিকা ছিল অদ্রিজা ভট্টাচার্য এবং ব্রম্ভার ভূমিকায় ছিল কুমার গোবিন্দ দেবতাদের ভূমিকা ছিল প্রিয়াংশু চক্রবর্তী অরবিন্দ রায় অনুপম সাহা, অরিজিৎ মালিক এবং সূত্রধর এর ভূমিকায় ছিল স্বর্ণেন্দু দাস আমাদের নিতে সহযোগিতা করেছে রেইনবো ডান্স ট্রুপ উমার ভূমিকা ছিল সায়ন নাগ, এছাড়াও নৃত্যে ও সহযোগিতায় ছিল আয়ুস গুপ্ত সম্পূর্ণ অনুষ্ঠান ভিডিওগ্রাফি করেছে ঋত্বিক চক্রবর্তী।
সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ছিল অনুরাগ মৈত্রী।মহালয়ার পুণ্য লগ্নে এক বিশেষ নৃত্যনাট্য উপহার দেওয়ার চেষ্টা সকলের যৌথ প্রয়াস।

Post a Comment

0 Comments