Header Ads Widget

Responsive Advertisement

NEWS A BANGLA ! কলকাতায় ওমেন প্লে গ্রাউন্ড সেন্টার ই মলে


ওয়েব ডেস্ক, কলকাতা (জানুয়ারি,২০২৪) :- 
কম্পিউটার প্রস্তুতকারক সংস্থা HP টেকনোলোজি ও আরিয়া কম্পিউটেক যৌথভাবে কলকাতায় প্রথম ওমেন প্লে গ্রাউন্ড সেন্টার চালু করল। শনিবার কলকাতার ই মলে এই সেন্টার সূচনায় উপস্থিত ছিলেন HP সংস্থার পক্ষ থেকে অমিত মুখোপাধ্যায়, আরিয়া কম্পিউটেকের পক্ষ থেকে অমিত মণ্ডভ্য। এই বিষয়ে HP সংস্থার পক্ষ থেকে জানানো হয়, কলকাতায় এটি প্রথম গেমিং সেন্টার চালু হল যেটি সারা রাজ্যেও একমাত্র। পূর্ব ভারতে ৪টি সেন্টার রয়েছে সংস্থার। পাশাপাশি ভারতে ১৮টি সেন্টার রয়েছে। শীঘ্রই পাটনা ও শিলিগুড়িতে দুটি নতুন সেন্টার খোলার পরিকল্পনা রয়েছে সংস্থার।

আরিয়া কম্পিউটেক সংস্থা পক্ষ থেকে জানিয়েছে, ওমেন প্লে গ্রাউন্ড কলকাতা সহ রাজ্যে প্রথম এই গেমিং সেন্টার চালু করা হল। HP সঙ্গে দীর্ঘ ২২ বছর সংযুক্ত রয়েছে। আগামী পরিকল্পনা প্রসঙ্গে জানানো হয়, রাজ্যের বিভিন্ন জেলায় গেমিং সেন্টার খোলার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি, এই সেক্টর কতটা অগ্রগতি হয়েছে প্রশ্নের উত্তরে অমিতবাবু জানান, ৩০ শতাংশ উন্নয়নের চাহিদা রয়েছে। প্রায় ২৫০ ফিট এলাকা জুড়ে ল্যাপটপ ও গেমিং কম্পিউটারের জন্য এই সেন্টার তৈরী করা হয়েছে।

Post a Comment

0 Comments