Header Ads Widget

Responsive Advertisement

NEWS A BANGLA ! পাড়ার জলসায় সুরের জাদুকরদের চাঁদের হাট


ওয়েব ডেস্ক, কলকাতা (জানুয়ারি,২০২৪) :- 

লেক এভিনিউ সেবক সঙ্ঘ, এমনই এক প্রতিষ্ঠান, যারা গত ১৯ বছর ধরে, বাংলা গানের জগতে পাড়ার জলসার ঐতিহ্যকে সংরক্ষণের কাজ করে চলেছে। পাড়ার জলসা শীর্ষক এই অনুষ্ঠানের মূল ভাবনা হল বাংলা গানের ঐতিহ্য।

এদিনের অনুষ্ঠানটি মূলত  পরিকল্পনা করেন বিশ্বনন্দিত তবলা শিল্পী পণ্ডিত স্বপন চৌধুরী।

প্রসঙ্গত, বিখ্যাত এই মানুষটি পাড়ারই বাসিন্দা। এবছর নব রবি কিরণ ও লেক এভিনিউ সেবক সঙ্ঘ'র যৌথ আয়োজনে অনুষ্ঠিত হল পাড়ার জলসা। অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ মালা রায়।

প্রথমে ধ্রুপদী সঙ্গীত পরিবেশন করেন পণ্ডিত তুষার দত্ত। তাকে তবলায় সংগত দেন সুব্রত ভট্টাচার্য এবং হারমোনিয়ামে ছিলেন সুব্রত ভট্টাচার্য। এরপরে পণ্ডিত স্বপন চৌধুরীর তবলা লহরায় মন্ত্রমুগ্ধ হন উপস্থিত শ্রোতারা। পণ্ডিতজীকে হারমোনিয়ামে সংগত করেন হিরন্ময় মিত্র। এদিনের শেষ আকর্ষণ ছিল, পণ্ডিত বিশ্বমোহন ভাটের মোহন বীণা। তাঁর সঙ্গে তবলা সংগতে ছিলেন পণ্ডিত শুভেন চট্টোপাধ্যায়

Post a Comment

0 Comments