Header Ads Widget

Responsive Advertisement

News A Bangla // শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে ডিজিটাল পরিষেবায় নয়া App !


প্তর্ষি সিংহ : মানুষের হাতের মুঠোয় এখন স্মার্ট ফোনে বন্দি দুনিয়া। অনলাইনের মাধ্যমে শিক্ষা ও স্বাস্থ্যক্ষেত্রে পরিষেবা প্রদানের লক্ষ্যে accload সংস্থা নয়া প্ল্যাটফর্ম নিয়ে এল। টেলি মেডিসিন পসিষেবা ও ই লার্নিং ব্যবস্থা তুলে ধরতে ডিজিটাল মাধ্যম  ascend knowpedia. বৃহস্পতিবার কলকাতার এক পাঁচতারায় সংস্থার ফাউন্ডার মনিকা পরসারি লাহিড়ী সহ অধ্যাপক গুরুদাস গুপ্ত, সংস্থার অ্যাডভাইসার পার্থ প্রতীম সেনগুপ্ত, চিকিৎসক জে এস রাজকুমার, অধ্যাপক দেবাশিষ ভট্টাচার্য উপস্থিত ছিলেন।

এদিন অনুষ্ঠানের সূচনায় সংস্থার ফাউন্ডার মনিকা পরসারি লাহিড়ী বলেন, অত্যাধুনিক স্মার্ট ফোনকে আরও স্মার্ট করতে নয়া টেকনোলোজি ব্যবহার করে এই app তৈরী করা হয়েছে। এই app পরিষেবায় স্বাস্থ্য ও শিক্ষাক্ষেত্রে ডিজিটাল পরিষেবা প্রদান করা হবে। নয়া এই App আগামী মার্চ মাসের মধ্যে চালু হয়ে যাবে বলে উল্লেখ করেন। আগামী ৩/৪ মাসের মধ্যে এই app-এ বিভিন্ন পরিষেবা পাওয়া যাবে। আগামী মে মাসে একটি এডুকেশন একস্পো করার কথা জানান যেখানে বিভিন্ন ছাত্র ছাত্রী ই লার্নিং পদ্ধতিটে অংশ নেবে। এছাড়াও টেলিমেডিসিন পরিষেবায় ২০/২৫ জন চিকিৎসকের বিভিন্ন পরিষেবা পাওয়া যাবে।

Post a Comment

0 Comments