সপ্তর্ষি সিংহ: জাপানি টেকনোলজিতে তৈরী আরামদায়ক বিছানা, সরঞ্জাম ও চেয়ার প্রস্তুতকারক সংস্থা দ্য স্লিপ কলকাতায় তাঁদের দ্বিতীয় নিজস্ব বিপনি খুলল। দক্ষিণ কলকাতায় এটি সংস্থার দ্বিতীয় বিপনি।
এদিন সংস্থার বিষয়ে সিএমও মার্কেটিং হেড রিপেল চিপলা বলেন, ঘরের বিভিন্ন সামগ্রী যেমন আরামদায়ক চেয়ার থেকে অর্থো বেড গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হয়। অর্থো চিকিৎসকদের পরামর্শে এই বিশেষ বিছানা বানানো হয়েছে। কলকাতায় সল্টলেকে প্রথম সংস্থার বিপনি খোলা হয়। কিছুদিনের মধ্যে সংস্থার তৃতীয় একটি বিপনি টালিগঞ্জে খুলতে চলেছে বলে জানিয়েছেন। এর পাশাপাশি রাজ্যের মধ্যে শিলিগুড়ি আসানসোল সহ আরও ৬ জায়গায় সংস্থা নিজস্ব বিপনি খুলবে বলে মিঃ চিপলা জানান। ইতিমধ্যেই ভারতে ৭০টি বিপনি রয়েছে। এছাড়াও বিহার, উড়িষ্যাকে লক্ষ্য রেখে আরও ৩০টি নতুন বিপনি খোলা হবে। তিনি উল্লেখ করেন দেশের মধ্যে উত্তর পূর্ব ভারতে প্রথম গুয়াহাটিতে সংস্থা নিজস্ব বিপনি খোলে। গ্রাহকদের জন্য same day same price বিষয়টি উপলব্ধ রয়েছে বলে জানান।
বিভিন্ন সংস্থা রয়েছে ফলে প্রতিদ্বন্দ্বি হিসাবে নিজেদের কি মনে করেন? এই প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, গ্রাহকদের কাছে নিজেদের পরিষেবা তুলে ধরা মূল লক্ষ্য। কোভিড পরবর্তী সময়ে দ্য স্লিপ -এর ব্যবসা বৃদ্ধি পেয়েছে।
0 Comments