সপ্তর্ষি সিংহ : ভারতীয় পর্যটকদের কাছে মালয়েশিয়ার পর্যটনকে তুলে ধরতে সম্প্রতি ৮-১০ ফেব্রুয়ারি মুম্বাইয়ের আউটবাউন্ড ট্রাভেল মার্টের আয়োজন করা হয়। নয়দিল্লিতে ১২-২২ ফেব্রুয়ারি পর্যন্ত দক্ষিণ এশিয়া ট্রাভেল এন্ড টুরিজম এক্সচেঞ্জের আয়োজন করা হয়।
শুক্রবার এই বিষয়ে কলকাতায় এক সাংবাদিক বৈঠকে মালয়েশিয়া পর্যটনের নিউদিল্লি অফিসের ডেপুটি ডিরেক্টর আকমল আজিজ ও ডিরেক্টর মহম্মদ আইএসএ হালিম উপস্থিত হয়েছিলেন। এছাড়াও ৪৫টি টুরিজম সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মালয়েশিয়ার পর্যটনে গত বছরে ১৫% শতাংশ বিকাশ ঘটেছে বলে এদিন জানানো হয়। পাশাপাশি, ভারতীয় পর্যটকরা যাতে আরও বেশি মালয়েশিয়া ভ্রমণের সুযোগ পায় সেক্ষেত্রে ১ বছরের জন্য ভিসা ফ্রি করার কথাও জানানো হয়েছে। এছাড়াও ভিসা আবেদনের জন্য ডিজিটাল ব্যবস্থা চালু করা হয়েছে। মূলত সাউথ ইস্ট এশিয়া ও চিনের বাজারকে লক্ষ্য নেওয়া হয়েছে। পাশাপাশি, মালয়েশিয়ার কাছে গুরুত্বপূর্ণ ভারতীয় বাজার ফলে অর্থনীতি ও সংস্কৃতি দিক থেকে সংযোগ রক্ষা করা হচ্ছে। একইসঙ্গে উল্লেখ করেন ৭০ হাজার ভারতীয় পর্যটক ভারত থেকে মালয়েশিয়ায় এসেছেন।
0 Comments