Header Ads Widget

Responsive Advertisement

News A Bangla // হাউজ্যাট সিক্স এ যুক্ত হলেন চিত্রশিল্পী তথা সামাজিক কর্মী প্রবীর কুমার সামন্ত !


সপ্তর্ষি সিংহ, কলকাতা (ফেব্রুয়ারি,২০২৪) :- 

শিল্পী মহলের ক্রিকেট কার্নিভাল "হাউজ্যাট সিক্স" তাদের নিজস্ব পরিসরে নিযুক্ত করলো তাদের চতুর্থ সংস্করণের "দ্য কনট্রোলার অফ গেমস"-কে। এই পদ এই সংস্করণে দায়িত্ব প্রাপ্ত হলেন চিত্রশিল্পী তথা সামাজিক কর্মি *"প্রবীর কুমার সামন্ত"*। তাঁকে বরন করে নিলেন হাউজ্যাট সিক্স সিজন ফোরের সিজন অ্যাম্বাসাডর তথা লোকসঙ্গীত শিল্পী শ্রীযুক্তা পলিমা ভদ্র মহাশয়া। 

এই সংস্করণে অংশ নিচ্ছে পাঁচটি শৈল্পিক সংগঠন। যথাক্রমে সহজ পাঠ- যাদবপুর, স্টুডিও ক্রিয়েটিভ-বাঁশদ্রণী, রেড পার্ফমার্স-দমদম, বিকে নিউজ-কলেজ স্ট্রীট এবং ম্যাড অ্যাবাউট ক্রিয়েশনস্-বেহালা। পাঁচটি দলে রাউন্ড রবিন ও নকআউট পর্যায়ে খেলা হবে ২রা মার্চ ২০২৪, ফুলবাগানের, গুরুদাস পার্ক মাঠে।

Post a Comment

0 Comments