দেবারতি ঘোষ,কলকাতা, (ফেব্রুয়ারি,২০২৪) :-
জন্মের পর থেকেই শারীরিক ভাবে অসুস্থ বীরভূমের বাসিন্দা, ১৩ বছরের অর্পিতা গড়াই। মেয়েকে সুস্থ করে তুলতে অর্পিতার পরিবার বিভিন্ন চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন। কিন্তু রোগ নিরাময় তো দূরের কথা, কেন এমন হচ্ছে সেটাই জানা যায়নি।
অবশেষে আজ থেকে ৬ মাস আগে অর্পিতাকে সঙ্গে নিয়ে তার পরিবার পাড়ি দিয়েছিলেন মনিপাল হাসপাতাল ওল্ড এয়ারপোর্ট রোড, ব্যাঙ্গালুরুতে। সেখানে চলতে থাকে পরীক্ষা নিরীক্ষা। জানা যায় অর্পিতার একটা কিডনি খারাপ হয়ে গিয়েছে। এরপরই শুরু হয়ে যায় কিডনি পরিবর্তনের তোড়জোড়।
চলতে থাকে কিডনির খোঁজ। অবশেষে মায়ের কিডনি বসানো হয়েছে অর্পিতার শরীরে। এখন অর্পিতা সপূর্ণ সুস্থ। অর্পিতাকে যিনি নতুন জীবন উপহার দিয়েছেন, তিনি হলেন মনিপাল হাসপাতালের কিডনি বিশেষজ্ঞ বিশ্বনাথ সিদ্দিনী।
0 Comments