নিউজ ডেস্ক, কলকাতা (ফেব্রুয়ারি ২০২৪):-
পরিচালক ও অভিনেতা উভয় উপাধিতেই তার পরিচিতি। এর সাথেই রয়েছে তার চিত্রনাট্য রচনা ও অভিনয় শিক্ষকের ভূমিকা। তিনি যেরকম চেঙ্গিসের কালু দা সেরকমই বিলের ডায়েরী, বাচ্চা শ্বশুর ইত্যাদি ছবির পরিচালক । একেই হয়তো বলে বিশ্বরূপ। পরপর বাংলা সিনেমা, ওয়েব প্লাটফর্ম এমনকি বিজ্ঞাপনের জগতেও দেখতে পাওয়া গেছে বিশ্বরূপ কে।
অসুর, কলকাতা চলন্তিকা, মুক্তি, চেঙ্গিস, রসগোল্লা তথা অসংখ্য বাংলা সিনেমায় তার অভিনয় বিশেষভাবে উল্লেখযোগ্য। বাংলার পাশাপাশি রয়েছে মুম্বাইতে হিন্দি ছবির কাজ। গত বছর হটস্টারে মুক্তি পায় বিজয় নামবেয়ার এর কালা, বিশ্বরূপের অভিনয় সেখানেও নজর কেড়েছে দর্শকের।
গৌরী নিয়ে ব্যস্ততার মধ্যেও চলছে রাজা চন্দর সাথে শপথ২ সিনেমাটির শুটিং। ২০২৪ শে তার অভিনীত ছবি পাভেলের "মন খারাপ" মুক্তি পেতে চলেছে।
গৌরী সিনেমার শুটিং শুরু করেন তিনি ২০২২ সালে। ছোট্ট শিশু শিল্পী রাধিকা ও নবাগতা নীল দে এই ছবির মুখ্য দুই চরিত্র। এছাড়াও রয়েছে বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ আভেরি সিংহ রায়।
গৌরী একটি স্বল্প দৈর্ঘ্যের সিনেমা। সিনেমাটির কাজ গত বছর সম্পূর্ণ হয়ে গেলেও, কলকাতায় তার প্রথম বিশেষ প্রদর্শন ফেব্রুয়ারি মাসে নন্দনে। এর আগে ছবিটি বিভিন্ন দেশ বিদেশের চলচ্চিত্র উৎসব ঘুরে এসেছে, এমনকি মুম্বাই ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভালে বিচারকদের কাছে বিশেষ প্রশংসা কুড়ায় সিনেমাটি।
0 Comments