সপ্তর্ষি সিংহ,কলকাতা , ফেব্রুয়ারি,২০২৪ :-
পুরুলিয়ার চরিদার ছৌ শিল্প জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে স্বীকৃতি অর্জন করেছে। এই মুখোশ শিল্পের সঙ্গে যুক্ত শিল্পীদের বিকাশের লক্ষ্যে বিশেষ উদ্যোগ নেওয়া হল। জিনিয়াস ফাউন্ডেশন এবং অ্যাসেনসিভ এডু স্কিল ফাউন্ডেশন যৌথভাবে গত এক বছরে প্রায় ২০০ জন ছৌ মুখোশ কারিগরকে প্রশিক্ষণ দিয়েছে। তাঁদের তৈরী ছৌ মুখোশ ই কমার্স প্ল্যাটফর্মে গ্রাহকদের কাছে বিক্রয় হবে। ছৌ নৃত্যশিল্পী এগিয়ে নিয়ে যেতে ও আগামী প্রজন্মকে প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে কলকাতা প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন প্রখ্যাত ছৌ নৃত্যশিল্পী ও ছৌ মুখোশ কারিগর পদ্মশ্রী পুরস্কার বিজয়ী প্রয়াত নেপাল চন্দ্র সূত্রধরের পুত্র শ্রী গৌতম সূত্রধর, জিনিয়াস কনসালট্যান্টস-এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর আর পি যাদব, জিনিয়াস কনসালট্যান্টস ডিরেক্টর রশ্মি যাদব কে এবং অ্যাসেনসিভ গ্রুপ অফ কোম্পানিজের চেয়ারম্যান অভিজিৎ চ্যাটার্জি, পশ্চিমবঙ্গ সরকারের শ্রম বিভাগের অতিরিক্ত সচিব শাওন সেন, জিনিয়াস কনসালটেন্টস-এর সিইও কৌশিক মজুমদার সহ অন্যানরা।
এদিন শাওন সেন জানান, পুরুলিয়া, ময়ূরভঞ্জ, ভিন্ন জায়গায় ভিন্ন ধরনের ছৌ মুখোশ। তেমন চড়িদা গ্রামেও বিভিন্ন ধরণের মুখোশ রয়েছে। এই শিল্পের আর্ট ফর্ম জীবিত রাখা একটা চ্যালেঞ্জ। আগামী প্রজন্মকে এই পেশায় উৎসাহিত করতে ডিজিটাল ভাবে প্রশিক্ষণগত করতে হবে।
শিল্পী গৌতম সুত্রধর বলেন, শিল্পীদের উন্নয়নের জন্য একটি একাডেমি তৈরির আবেদন জানানো হয়েছিল যা বাবার স্বপ্ন ছিল। এই একাডেমি পুরুলিয়ায় হলে সমগ্র জেলায় শিল্পীদের উন্নয়ন হবে।
এই আবেদনের পরিপ্রেক্ষিতে অভিজিৎ চ্যাটার্জি জানান, রাজ্য সরকারের ক্ষুদ্র ও মাঝারি দফতরের সহায়তায় আগামী ১ বছরে একাডেমি তৈরীর পরিকল্পনা বাস্তবায়িত হবে।
একইসঙ্গে তাঁর সংযোজন, মেট্রোপলিস মলে ছৌ মুখোশ প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র করা হবে।
0 Comments