শুভঙ্কর বড়ুয়া , ডিজিটাল ডেস্ক:-
গত আর্থিক বছরের তুলনায় চলতি ২০২৩-২৪ অর্থবর্ষে তাদের ব্যাঙ্কে গৃহ ঋণের জন্য আবেদনের পরিমাণ প্রায় ২০ শতাংশ বেড়েছে, এমনটাই জানালেন কানাড়া ব্যাঙ্কের এক্সিকিউটিভ ডিরেক্টর ভবেন্দ্র কুমার। তাঁর দাবি, ব্যাঙ্কের ব্যবসার প্রায় ১ লক্ষ কোটি টাকাই হোম লোন হিসেবে দেওয়া হয়েছে। এর থেকেই বোঝা যাচ্ছে কোভিড পর্ব পেরিয়ে মানুষ আবার আবাসন কিনতে ব্যাঙ্ক থেকে ঋণ নিতে আগ্রহ প্রকাশ করছেন। তিনি জানিয়েছেন, কমেছে সংস্থার এনপিএ বা অনুৎপাদক সম্পত্তির পরিমাণও। ৫-৬ বছর আগে যা ৩-৪ শতাংশে পৌঁছে গিয়েছিল বর্তমানে তা কমে হয়েছে ০.৮৬ শতাংশ।
অন্যদিকে, কানাড়া ব্যাঙ্কের কলকাতা সার্জেলের হেড জেনারেল ম্যানেজার কল্যাণ মুখোপাধ্যায় জানিয়েছেন, সিন্ডিকেট ব্যাঙ্কের সঙ্গে সংযুক্তিকরণের পরে প্রায় ৫ লক্ষ কোটি টাকার ব্যবসা বেড়েছে। এখন প্রায় ২২ লক্ষ কোটি টাকার ব্যবসা করছে ব্যাঙ্কটি। চলতি অর্থবর্ষে দেশজুড়ে ২৫০টি শাখা খোলার সিদ্ধান্ত নিয়েছে এই ব্যাঙ্কটি, যার মধ্যে ১৫০টি শাখা ইতিমধ্যেই খুলে গিয়েছে, বাকি গুলিও আগামী ২ মাসের মধ্যে খুলতে চলেছে।
কানাড়া ব্যাঙ্কটির কর্তারা জানিয়েছেন, তারা লোনের আবেদন ৭ দিনের মধ্যে মঞ্জুর করার চেষ্টা করছেন। এরজন্য ডিজিটাল পদ্ধতিতে জোর দেওয়া হচ্ছে। নতুন অ্যাকাউন্ট খুলতে অ্যাপ ব্যাঙ্কিং ও ট্যাব ব্যাঙ্কিং এর উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। ব্রাঞ্চ ৫ মিনিটের মধ্যে নতুন অ্যাকাউন্ট খোলা সম্ভব হচ্ছে বলেও তাঁরা জানিয়েছেন। বুধবার সাউথ সিটি মলে এই ব্যাঙ্কটির তরফে একটি হোম লোন এক্সপোর আয়োজন করা হয়েছিল।
0 Comments