Header Ads Widget

Responsive Advertisement

News A Bangla ! স্বামী মুক্তানন্দজী মহারাজের তিরোধান দিবস পালন


নিউজ ডেস্ক, কলকাতা :- 

ভারত সেবাশ্রম সঙ্ঘের মহিষাদল শাখার উদ্যোগে  স্বামী মুক্তানন্দজী মহারাজের ৫৩ তম তিরোধান দিবস পালিত হল। এ উপলক্ষে গীতা পাঠ, ভজন কীর্তন, বৈদিক বিশ্ব শান্তিযজ্ঞ,  পূজারতি,  দরিদ্র নরনারায়ণ সেবা ও স্থানীয় গ্রামবাসী ও আদিবাসীদের মধ্যে কম্বল বিতরনের আয়োজন করা হয়। প্রায় ৮০ বছর আগে স্বামী মুক্তানন্দজী মহারাজ তখন এই পিছিয়ে পড়া অঞ্চলের আর্থ সামাজিক উন্নয়নের জন্য শিক্ষা বিস্তার, ধর্ম প্রচার, বন্যা পিড়ীত মানুষের সেবার জন্য এখানে স্থায়ী আশ্রম প্রতিষ্ঠা করেন। 



সেই তখন থেকে এখানে দুটি প্রাইমারি স্কুল ছাড়াও মেদিনীপুর অঞ্চলের দূর দূরান্ত থেকে স্কুল-কলেজে পড়তে আসা মেধাবী ছাত্রদের জন্য অবৈতনিক ছাত্রাবাস, দাতব্য চিকিৎসালয় গড়ে তোলেন।  পরবর্তীতে একটি আইটিআই কলেজ ও কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র সহ স্থায়ী সেবা কেন্দ্র গড়ে ওঠে। পূজনীয় স্বামীজি  জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে পরম শ্রদ্ধেয় ছিলেন। তিনি সফলতার সাথে  দীর্ঘদিন সঙ্ঘের 


স্বেচ্ছাসেবকদের নেতৃত্ব প্রদান করে এসেছেন। ১৯৭০ সালের ২২ শে ডিসেম্বর প্রয়াগের কুম্ভ মেলায় কর্মরত অবস্থায় তিনি নশ্বর দেহ  ত্যাগ করেন। তার স্মৃতির উদ্দেশ্যে সহস্রাধিক মানুষের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিষাদলের বিধায়ক তিলক চক্রবর্তী, পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস, বিডিও বরুনাশীষ সরকার সহ স্থানীয় ব্যক্তিবর্গ।

Post a Comment

0 Comments