Header Ads Widget

Responsive Advertisement

News A Bangla ! গঙ্গাসাগর মেলার পরিচ্ছন্নতা ও সুব্যবস্থার লক্ষ্যে প্রশাসন


সপ্তর্ষি সিংহ, কলকাতা :- 

গঙ্গাসাগর মেলা উপলক্ষে ইতিমধ্যে সেজে উঠছে কপিল মুনির আশ্রম প্রাঙ্গণ। মন্দিরে শুরু হয়েছে নতুন রঙের পোচ। প্রস্তুতি খতিয়ে দেখতে নতুন বছরের প্রথম সপ্তাহেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাগরে আসতে পারেন বলে জানা গিয়েছে।

জেলা প্রশাসন সূত্রে খবর, এ বছর প্রায় ৪০ লক্ষ পুণ্যার্থী মেলায় আসতে পারেন। ফলে তীর্থযাত্রীদের থাকার জন্য ‘বাফার জ়োন’ তৈরির কাজ চলছে। পরিবেশবান্ধব মেলা করার লক্ষ্যে এবারও প্লাস্টিক বর্জনের উপরে জোর দেওয়া হচ্ছে। কচুবেড়িয়া বাস স্ট্যান্ড ও গঙ্গাসাগর বাস স্ট্যান্ড থেকে মেলা চত্বরে ১ থেকে ৫ নম্বর রাস্তা আলোয় সাজিয়ে তোলা হয়েছে। 


৩০০ শয্যাবিশিষ্ট একটি অস্থায়ী হাসপাতাল তৈরি রাখা হচ্ছে প্রশাসনের তরফে। তবে মুড়িগঙ্গা নদীতে নতুন করে জেগে ওঠা চর গঙ্গাসাগর মেলার আগে মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে প্রশাসনের কাছে। এই সমস্যার সমাধানে ফরাক্কা থেকে ড্রেজ়িং মেশিন আনছে জেলা প্রশাসন।

এই বিষয়ে জেলাশাসক সুমিত গুপ্ত বলেন, “মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো ফরাক্কা থেকে বিশেষ ড্রেজ়ার নিয়ে আসা হচ্ছে। এই ড্রেজ়ার দিয়েই ওই চরের পলি-বালি সরানো হবে। মেলার সময়ে ভেসেল ও লঞ্চ চলাচলে সমস্যা হবে না। আগামী দু’-এক দিনের মধ্যে কাজ শুরু হয়ে যাবে। পাঁচ দিনেই কাজ শেষ হয়ে যাবে।”

Post a Comment

0 Comments